প্রতি বছরই পুরুলিয়া ছট পুজো সমিতির উদ্যোগে সাহেব বাঁধের সূর্য মন্দির সংলগ্ন এলাকায় ধুমধামের সাথে পালিত হয় ছট পুজো। এলাকার প্রায় ১৫ থেকে ১৬ হাজার মানুষের সমাগম হয় এই ছট পুজো উপলক্ষে। শান্তিপূর্ণভাবে ছট উৎসব পালন করার লক্ষ্যে পুরুলিয়া ছট পুজো সমিতি নজরদারির জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুনঃ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রাজাবাঁধ! সংস্কারের আশ্বাস পৌরসভার
advertisement
ছট পুজো উপলক্ষে পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে সাহেব বাঁধ পরিষ্কার করা হচ্ছে। বাঁধ সংলগ্ন এলাকায় তৈরি করা হচ্ছে প্যান্ডেল। আগামী ৩০ শে অক্টোবর দর্শনার্থীদের জন্য ধর্মীয় সংগীত অনুষ্ঠান ও ৩১ শে অক্টোবর সকালে মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন করা হয়েছে পুরুলিয়া ছট পুজো সমিতির পক্ষ থেকে। পুরুলিয়া পৌরসভার ও পুলিশ প্রশাসনের যথেষ্ট সহযোগিতা পাচ্ছেন বলে জানিয়েছেন সমিতির কর্মকর্তারা। হিন্দি ভাষাভাষী মানুষদের পাশাপাশি বাঙালীদের কাছেও ছট উৎসবের যথেষ্ট তৎপর্য রয়েছে।
আরও পড়ুনঃ পুরুলিয়া শহরের একমাত্র বাসট্যান্ডের নরক দশা, বিপাকে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা!
চার দিন ব্যাপী এই উত্সবের মধ্যে লুকিয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনি। ২০২২ সালে ছট পুজোর শুরু হয়েছে ২৮ অক্টোবর, এই দিন ব্রতীরা লাউ ভাত খান। ২৯ অক্টোবর হবে খরনা। ৩০ অক্টোবর সন্ধাকালে সূর্যদেব কে অর্ঘ্য দেওয়া হবে। শেষ দিনে অর্থাত্ ৩১ অক্টোবর সূর্যাস্তের সময় সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে ব্রতিরা উপশ ভঙ্গ করবেন।
Sharmistha Banerjee Bairagi