Purulia News: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রাজাবাঁধ! সংস্কারের আশ্বাস পৌরসভার
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
শহর পুরুলিয়ার অন্যতম উল্লেখযোগ্য জলাশয় ১০ নম্বর ওয়ার্ডের 'রাজা বাঁধ'। কথিত আছে তৎকালীন ব্রিটিশ শাসন আমলে ওই এলাকায় নীলচাষ হত। সে সময় এলাকায় কোনও জলাশয় ছিল না।
#পুরুলিয়া : শহর পুরুলিয়ার অন্যতম উল্লেখযোগ্য জলাশয় ১০ নম্বর ওয়ার্ডের 'রাজা বাঁধ'। কথিত আছে তৎকালীন ব্রিটিশ শাসন আমলে ওই এলাকায় নীলচাষ হত। সে সময় এলাকায় কোনও জলাশয় ছিল না। চাষীদের নিত্য প্রয়োজনীয় কাজে জন্য বহুদূর থেকে জল সংগ্রহ করতে হত। নীল চাষের সুবিধার্থে ও চাষীদের কথা চিন্তা করে তথাকালীন কাশিপুর পঞ্চকট রাজা জ্যোতিপ্রসাদ সিংদেও কাছে অনুরোধ রাখা হয় এলাকায় একটি জলাশয় নির্মাণ করার জন্য। ইংরেজদের অনুরোধ মেনে রাজস্ব ভান্ডারে অর্থ ব্যয় করে এলাকায় বিশাল আকার একটি বাঁধ নির্মাণ করেন রাজা জ্যোতিপ্রসাদ সিংদেও।
তারপরই এই বাঁধের নামকরণ হয় 'রাজা বাঁধ'। পরবর্তীকালে ওই বাঁধ রক্ষণাবেক্ষণের দায়িত্বভার বর্তায় পৌরসভার উপর। একাধিকবার ওই বাঁধ সংস্কারের চেষ্টা হয়েছে, পাঁক তোলা হয়েছে, কিন্তু বাঁধের আশেপাশের যে সকল বসতি রয়েছে তাদের ব্যাবহারের নোংরা জল বাঁধে ঢুকে বাঁধটি অপরিষ্কার করছে। ধীরে, ধীরে বাঁধের ঘনত্ব কমে যাচ্ছে। দীর্ঘদিন ধরে নিয়ম মেনে সংস্কার হচ্ছে না 'রাজা বাঁধের'। যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসীরা। শুধু অপরিষ্কার জলই নয় এলাকার বেশ কিছু মানুষ প্রতিনিয়ত মল-মূত্র ত্যাগ করছেন ওই বাঁধে, এর পাশাপাশি মরা শুয়োর ফেলার অভিযোগ করছে এলাকাবাসীরা।
advertisement
আরও পড়ুনঃ ভাইফোঁটা উপলক্ষে শহরবাসীর জন্য তৈরি ভাইফোঁটা স্পেশাল সন্দেশ!
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি বলেন, 'রাজা বাঁধকে' ঠিকমতো সংরক্ষিত করার জন্য বেশ কিছুদিন আগেই বাঁধের ড্রেনেজ সিস্টেম পরিষ্কার করা হয়েছে। শুয়ারের সংখ্যা শহরে অনেক বেড়েছে। এ বিষয়ে অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে খুব শীঘ্রই এর জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী 'রাজা বাঁধ' আবার কবে পুরনো রূপে ফিরবে সেটাই এখন দেখার বিষয়।
advertisement
advertisement
Sarmistha Banerjee Bairagi
view commentsLocation :
First Published :
October 28, 2022 1:19 AM IST
বাংলা খবর/ খবর/Local News/
Purulia News: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রাজাবাঁধ! সংস্কারের আশ্বাস পৌরসভার