Bankura News: ভাইফোঁটা উপলক্ষে শহরবাসীর জন্য তৈরি ভাইফোঁটা স্পেশাল সন্দেশ!

Last Updated:

এবছর আর কোভিডের বিধি নিষেধ নেই। ফলে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাইফোঁটা। টানা দুবছর কোভিডের জন্য ভাইফোঁটার আনন্দ ফিকে হয়ে গিয়েছিল। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন বোনেরা।

+
title=

#বাঁকুড়া : এবছর আর কোভিডের বিধি নিষেধ নেই। ফলে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাইফোঁটা। টানা দুবছর কোভিডের জন্য ভাইফোঁটার আনন্দ ফিকে হয়ে গিয়েছিল। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন বোনেরা। এবার তাই দ্বিগুণ উৎসাহে ভাইফোঁটার জন্য শহরের মিষ্টি দোকান গুলিতে উপচে পড়ছে ভীড়। আম বাঙ্গালীকে মিষ্টির নাম উচ্চারণ করতে বললেই প্রথমে আসে রসগোল্লা,পান্তুয়ার নাম। কিন্তু ভাইফোঁটায় এবছর এই নাম কেউ মুখেই আনছেন না।
এবার এইসব রসের মিষ্টির চাহিদা একেবারে নেই। উল্টে সন্দেশে মজেছেন সকলে।হরেক রকম সন্দেশের পসরা সাজিয়েছেন দোকানীরাও। ভাইফোঁটার ছবি দেওয়া সন্দেশ বা দেওয়ালীর প্রদীপের আদলে তৈরি দীপ সন্দেশের চাহিদা তুঙ্গে। শহরেরর বোন আর দিদিরা বেছে নিচ্ছেন তাদের পছন্দের সন্দেশ। শহরের এক একটা মিষ্টির দোকান ৭০-৮০ ধরনের নানা ধরনের মিষ্টি বানিয়েছেন। যার সত্তর ভাগ রয়েছে সন্দেশ। ভাই বা দাদারা এখন আগের থেকে স্বাস্থ্য সচেতন।
advertisement
আরও পড়ুনঃ সোনামুখীতে এক রাতে তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরি! এলাকায় ব্যাপক চাঞ্চল্য
তাই মাত্রা ছাড়া মিষ্টি তারা খেতে চাইবে না। ফলে বোন বা দিদিদের কম মিষ্টির সন্দেশই প্রথম পছন্দ। তবে দীর্ঘ দুবছর পর ভাইফোঁটা স্বাভাবিক ছন্দে ফেরায় খুশীর জোয়ার এসেছে শহর জুড়ে।সেই সাথে গত দুবছরের পর এবার ভাইফোঁটায় মিষ্টির চাহিদা তুঙ্গে থাকায় খুশী দোকানীরাও। শহর লাগোয়া জুনবেদিয়ার এক মিষ্টি ব্যবসায়ী জানালেন এবার বিক্রিবাটা দারুণ হচ্ছে।তার দোকানেই ৮০ রকমের মিষ্টির আইটেম রয়েছে। যে গুলোর দাম টাকা থেকে শুরু করে ২৫ টাকা দাম রাখা হয়েছে।
advertisement
advertisement
আর স্পেশাল আইটেম, যেমন দীপ সন্দেশ বা ভাইফোঁটা সন্দেশের দাম ১৫ থেকে ২৫ টাকা। আর এই ভাইফোঁটার মিষ্টির চাহিদা তুঙ্গে এখন শহর জুড়ে। এছাড়া সুগারের রোগীদের জন্য সুগার ফ্রি বা কম মিষ্টির আইটেমও রয়েছে। সবে মিলে এবার মিষ্টির বাজার পুরোদমে জমে গিয়েছে। আর ভাইদের পাতে হরেক মিষ্টির পদ তুলে দিতে শেষ মুহূর্তের ব্যস্ততা বোন দিদিদের মধ্যে।
advertisement
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: ভাইফোঁটা উপলক্ষে শহরবাসীর জন্য তৈরি ভাইফোঁটা স্পেশাল সন্দেশ!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement