Bankura News: দুর্গাপূজার পাশাপাশি কালী পুজোতেও থিমের চমক বাঁকুড়া শহরে!

Last Updated:

বাঁকুড়া শহরবাসীকে চমক দিতে এই প্রথম বাঁকুড়া শহরে তৈরি হলো ২৫ ফুটের কালী। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে ঐতিহ্যবাহী কালীর নিদর্শন। একটা সময় ছিল কালীপুজো অনেকখানি আকাশে হয়ে গিয়েছিল তবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে দুর্গাপুজোর মত কালী পুজোতেও থিমের চমকও দেখা যাচ্ছে।

+
title=

#বাঁকুড়া : বাঁকুড়া শহরবাসীকে চমক দিতে এই প্রথম বাঁকুড়া শহরে তৈরি হলো ২৫ ফুটের কালী। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে লুকিয়ে রয়েছে ঐতিহ্যবাহী কালীর নিদর্শন। একটা সময় ছিল কালীপুজো অনেকখানি আকাশে হয়ে গিয়েছিল তবে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে দুর্গাপুজোর মত কালী পুজোতেও থিমের চমকও দেখা যাচ্ছে। বাঁকুড়া শহরের জগন্নাথ দাস লেনের জুয়েল ক্লাবের পক্ষ থেকে এবারে ২৫ ফুটের কালী ঠাকুরের প্রতিমা বানানো হয়েছে। ২৫ ফুটের কালি, আর থিমের নাম রাখা হয়েছে 'এত্তো বড়'৷
অন্য জেলার কোনো প্রান্ত থেকে আনা কারিগর নয় এই কালী ঠাকুরের মূর্তি বাঁকুড়া শহরের কারিগররাই বানিয়েছেন। এই প্রতিমা তৈরি করতে সময় লেগেছে প্রায় এক মাস। বাঁকুড়া শহরে এর আগে কিন্তু এতো বড় কালী প্রতিমা তৈরি হয়নি। গুটি গুটি পায়ে চলতে চলতে ৫২ বছরে পর্দাপন করলো এই ক্লাবের পূজো। বাঁকুড়া শহরে এই প্রথম দর্শনার্থিরা এই কালী প্রতিমা দর্শনের পাশাপাশি একটা সুন্দর মন্ডপ কারুকার্যকেও উপভোগ করতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ সোনামুখী সার্ভিস কালীর কাছে মানত করলেই নাকি মেলে চাকরি!
এই বছর তাদের পূজোর মোট বাজেট ৫ থেকে ৬ লক্ষ টাকা। বিগত দু'বছর করনা আবহে মানুষ ঘরবন্দী ছিল। তবে এবারে দু বছরের পুজোর আনন্দ এই বছরের পুজোয় উপভোগ করবে তা বলাই বাহুল্য। শহরের বুকে এই ২৫ ফুটের কালী মূর্তি দেখার জন্য লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছেন উদ্যেক্তারা।
advertisement
advertisement
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: দুর্গাপূজার পাশাপাশি কালী পুজোতেও থিমের চমক বাঁকুড়া শহরে!
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement