Bankura Kali Puja 2022 II সোনামুখী সার্ভিস কালীর কাছে মানত করলেই নাকি মেলে চাকরি!

Last Updated:

বাঁকুড়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরেই গেলে সোনামুখী পৌরসভা। সোনামুখী পৌরসভার বিভিন্ন প্রান্তে জনপদে মা কালী বিভিন্ন সময় বিভিন্ন রূপে পূজিত হয়। এই শহরে মায়ের মহিমা নাকি বিশাল,তাইতো মায়ের আশীর্বাদ নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী।

+
title=

#বাঁকুড়া : বাঁকুড়া শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরেই গেলে সোনামুখী পৌরসভা। সোনামুখী পৌরসভার বিভিন্ন প্রান্তে জনপদে মা কালী বিভিন্ন সময় বিভিন্ন রূপে পূজিত হয়। এই শহরে মায়ের মহিমা নাকি বিশাল,তাইতো মায়ের আশীর্বাদ নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থী। এই শহরেই এখানকার মা কালী সার্ভিস কালী নামে পরিচিত। সোনামুখী শহরের অলিগলি কালীপুজো এবং কার্তিক পুজোর জন্য বিখ্যাত। সেই সোনামুখী শহরের সাত নম্বর ওয়ার্ডে রয়েছে একটি মা কালীর মন্দির।
সেই মায়ের কাছে মনবাসনা জানালেই নাকি মেলে সরকারি চাকুরি। এমনই বিশ্বাস নিয়ে ৮২ বছর ধরে পূজিত হচ্ছে সোনামুখীর 'সার্ভিস কালী' এই শহরে লুকিয়ে আছে আরেক মহিমান্বিত কালী মা যা ওই এলাকায় যা সাধারণ মানুষের কাছে 'সার্ভিস কালী' নামে পরিচিত। স্থানীয় বাসিন্দারা বলেন একটা সময় সোনামুখীর এক শ্রেণীর বাস মালিক পক্ষ বাস সার্ভিস চালু করার জন্য সরকারি লাইসেন্স কিছুতেই পাচ্ছিলেন না।
advertisement
advertisement
ঠিক সেই সময় বাস মালিকরা এই কালী মায়ের কাছে মানত করেন আর তাতেই নাকি মায়ের কৃপায় লাভবান হন তারা। চালু হয় তাদের বাস সার্ভিস পরিষেবা। ঠিক তখন থেকেই এলাকার মানুষজনের কাছে এই কালী 'সার্ভিস কালী' রূপে পূজিত হয়ে আসছেন। এখনও নাকি ভক্তি সহকারে এই সার্ভিস কালী মন্দিরে মা কালীর কাছে যারা সরকারি চাকরির জন্য মন প্রাণ ভরে মনবাসনা জানান তাদেরও মনোবাসনাও নাকি পূর্ণ হয়। তাই এখানকার মা পুজিত হোন সার্ভিস কালি নামেই। প্রথমে এই কালি মায়ের গহনা বলতে সেই ভাবে কিছু ছিল না।
advertisement
আরও পড়ুনঃ জুয়ার আসরে হানা পুলিশের, পাকড়াও আট জুয়ারি
কিন্তু এখন মা অষ্টাঙ্গ গয়নাতে পরিপূর্ণ। কারণ এই সার্ভিস কালী ভক্তদের যেমন মনোবাসনা পূর্ণ করেন ঠিক তেমনি মাকে গহনা দিয়ে সাজিয়ে তোলেন। কালীপুজোর তিনটে দিন এই পূজাকে কেন্দ্র করে মেতে ওঠেন সারা সোনামুখী বাসি থেকে শুরু করে দূর-দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ। একেবারে রীতিনীতি মেনে এই কালীমন্দিরে পূজিত হন সার্ভিস কালী।
advertisement
 
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura Kali Puja 2022 II সোনামুখী সার্ভিস কালীর কাছে মানত করলেই নাকি মেলে চাকরি!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement