Bankura News: সোনামুখীতে এক রাতে তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরি! এলাকায় ব্যাপক চাঞ্চল্য

Last Updated:

কালীপুজোর রেশ কাটতে না কাটতেই রাতের অন্ধকারে সোনামুখী শহরের তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। খোওয়া গেল কালী মায়ের আনুমানিক ১৫ লক্ষ টাকার গয়না। কালি কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌরশহর সোনামুখী।

+
সোনামুখী

সোনামুখী শহরের পরপর তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরি

#বাঁকুড়া : কালীপুজোর রেশ কাটতে না কাটতেই রাতের অন্ধকারে সোনামুখী শহরের তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরি। খোওয়া গেল কালী মায়ের আনুমানিক ১৫ লক্ষ টাকার গয়না। কালি কার্তিকের শহর হিসেবে পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন পৌরশহর সোনামুখী। কালী পুজোকে কেন্দ্র করে গোটা সোনামুখী পৌরশহর মেতে উঠেছে। তারই মধ্যে মঙ্গলবার গভীর রাতে সোনামুখী পৌরশহরের তিনটি জায়গায় তিনটি কালীমন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
 
 
advertisement
স্থানীয় সূত্রে জানা যায় সোনামুখী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকায় চ্যাটার্জি পরিবারের চামুন্ডা কালী মন্দিরে চুরির ঘটনায় আনুমানিক ১২ লক্ষ টাকার গয়না খোয়া গিয়েছে বলে অনুমান করা হচ্ছে। অন্যদিকে ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় চৌধুরী পরিবারের ৫০০ বছরের কালি মন্দিরে আনুমানিক দেড় লক্ষ টাকার গয়না খোওয়া গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ দুর্গাপূজার পাশাপাশি কালী পুজোতেও থিমের চমক বাঁকুড়া শহরে!
আবার ওই শহরের নয় নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাজার এলাকায় বারোয়ারি কালী মন্দিরে চুরির ঘটনা ঘটে সেখানেও আনুমানিক দেড় লক্ষ টাকার গয়না খোওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। একই রাতে পরপর শহরে তিন জায়গায় চুরির ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা নিয়েও ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চুরির ঘটনার খবর পাওয়ার পরই ওই এলাকা পরিদর্শনে যান সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জি।
advertisement
আরও পড়ুনঃ নিষিদ্ধ শব্দবাজি রুখতে কড়া পদক্ষেপ বাঁকুড়া জেলা পুলিশের
কথা বললেন ওই এলাকার সাধারণ মানুষের সাথে। তিনটি কালী মন্দিরের তরফে চুরির পুরো বিষয়টি লিখিত আকারেসোনামুখী থানায় জানানো হয়েছে। এখন দেখার বিষয় সোনামুখী থানা কতটা তৎপরতার সাথে তদন্ত শুরু করে এবং কালী মায়ের খোওয়া যাওয়া গয়না সামগ্রী আবার পুনরুদ্ধার করতে পারে।
advertisement
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: সোনামুখীতে এক রাতে তিনটি কালী মন্দিরে দুঃসাহসিক চুরি! এলাকায় ব্যাপক চাঞ্চল্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement