Bankura News: নিষিদ্ধ শব্দবাজি রুখতে কড়া পদক্ষেপ বাঁকুড়া জেলা পুলিশের

Last Updated:

ইতিমধ্যেই বাঁকুড়া শহরের বেশ কয়েকটি এলাকা থেকে কয়েক হাজার টাকার শব্দবাজি বাজেয়াপ্ত করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। অন্যদিকে বারবার মাইকিং-এর মাধ্যমে প্রচার করা হচ্ছে জনস্বার্থে।

বাঁকুড়া: সামনেই দীপাবলি উৎসব। আর সেই কালীপুজোতে নিষিদ্ধ শব্দ বাজির ব্যবহার এবং বিক্রি বন্ধ করতে বাঁকুড়া জেলা পুলিশের কড়া পদক্ষেপ। কোনও অপ্রীতিকর ঘটনা থেকে শহরবাসীকে মুক্তি দিতে তৎপর পুলিশ। বাঁকুড়া শহরের বিভিন্ন বাজি দোকানে বাঁকুড়া সদর থানার পুলিশের পক্ষ থেকে চলছে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান।
ইতিমধ্যেই বাঁকুড়া শহরের বেশ কয়েকটি এলাকা থেকে কয়েক হাজার টাকার শব্দবাজি বাজেয়াপ্ত করেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। অন্যদিকে বারবার বাঁকুড়া জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং-এর মাধ্যমে প্রচার করা হচ্ছে জনস্বার্থে। তবে এখনও অনেক জায়গায় প্রশাসনের নিষেধাজ্ঞাকে অমান্য করেই কালীপুজোর রাতে প্রচুর শব্দবাজি ফাটানো হয়ে থাকে, আর তাতেই সাধারণ মানুষের অস্বস্তি বাড়ে। সঙ্গে দূষণের সৃষ্টি হয়।
advertisement
advertisement
তবে সম্প্রতি কালীপুজোয় নিষিদ্ধ বাজির উপর লাগাম টানার কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ প্রশাসনকেও এ ব্যাপারে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে নিষিদ্ধ শব্দবাজির উপর সতর্কতা জারি করেছে আদালত। তবে শব্দবাজির পরিবর্তে সবুজ আতশবাজি ব্যবহার করার যাবে বলে আদালতের তরফ জানানো হয়েছে।
advertisement
তবে সেই সবুজ আতশবাজিতে CSIR লোগো এবং QR কোড, 'মেড ইন ইন্ডিয়া' লেখা থাকবে। পুলিশ সূত্রে খবর, দীপাবলি এবং কালীপুজো পর্যন্ত বাঁকুড়া শহরের প্রত্যেকটি বাজির দোকানে প্রতিদিন পুলিশি অভিযান চলবে। তবে যারা শব্দবাজি আইন লঙ্ঘন করবেন তাদের মোটা অঙ্কের জরিমানা সাথে মিলবে কড়া শাস্তি।
জয়জীবন গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: নিষিদ্ধ শব্দবাজি রুখতে কড়া পদক্ষেপ বাঁকুড়া জেলা পুলিশের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement