Purulia News: পুরুলিয়া শহরের একমাত্র বাসট্যান্ডের নরক দশা, বিপাকে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা!
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম হল বাস। ৪ একর জায়গা নিয়ে তৈরি পুরুলিয়া বাসস্ট্যান্ড। বর্তমানে এই বাসস্ট্যান্ডের নরক দশা। চারিদিক খানাখন্দে ভরা। বর্ষার দিনে জল কাদায় করুণ দশা হয়ে ওঠে গোটা বাসস্ট্যান্ড চত্বরের।
#পুরুলিয়া : যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ গণমাধ্যম হল বাস। ৪ একর জায়গা নিয়ে তৈরি পুরুলিয়া বাসস্ট্যান্ড। বর্তমানে এই বাসস্ট্যান্ডের নরক দশা। চারিদিক খানাখন্দে ভরা। বর্ষার দিনে জল কাদায় করুণ দশা হয়ে ওঠে গোটা বাসস্ট্যান্ড চত্বরের। যার জেরে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয় নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীদের। জেলা সদর এই বাসস্ট্যান্ডে প্রায় ৩৫০ টি বাস চলাচল করে। বহু নিত্যযাত্রী এই বাসের উপর নির্ভর করেই নিজেদের গন্তব্যে পৌঁছায়।
কিন্তু বাসস্ট্যান্ডের এহেন বেহাল দশায় অসন্তোষ ব্যাক্ত করেছেন নিত্যযাত্রীরা। বাসস্ট্যান্ড চত্বরে রয়েছে বেশ কয়েকটি দোকান। বাসস্ট্যান্ড সংস্কার না হওয়ার কারণে তারাও নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। বাসস্ট্যান্ড এলাকার এক ব্যবসায়ী রবি সাউ জানান, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড সংস্কার হচ্ছে না যার ফলে প্রায়সই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। বর্ষার সময় ভয়ংকর রূপ নেয় এই বাসস্ট্যান্ড চত্বর।
advertisement
আরও পড়ুনঃ ভাইফোঁটা উপলক্ষে শহরবাসীর জন্য তৈরি ভাইফোঁটা স্পেশাল সন্দেশ!
এ বিষয়ে পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মহালি জানান, সম্প্রতি রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী পুরুলিয়া বাসস্ট্যান্ড পরিদর্শন করে গিয়েছেন। সংস্কারের আশ্বাসও দিয়েছেন তিনি। খুব শীঘ্রই বাসস্ট্যান্ড সংস্কারের জন্য একটি বাজেট পৌরসভার পক্ষ থেকে পরিবহন মন্ত্রীর কাছে পেশ করা হবে। বাসস্ট্যান্ড সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হলে দ্রুত সংস্কার করা হবে। বহু নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ পুরুলিয়া বাসস্ট্যান্ডের উপর নির্ভরশীল। এই বাসস্ট্যান্ড কবে সম্পূর্ণরূপে সংস্কার হবে সেদিকেই তাকিয়ে গোটা পুরুলিয়াবাসী।
advertisement
advertisement
Sarmistha Banerjee Bairagi
view commentsLocation :
First Published :
October 28, 2022 4:31 PM IST
বাংলা খবর/ খবর/Local News/
Purulia News: পুরুলিয়া শহরের একমাত্র বাসট্যান্ডের নরক দশা, বিপাকে নিত্যযাত্রী থেকে ব্যবসায়ীরা!