TRENDING:

Bengal News| Death by Electrocution: প্রবল বৃষ্টির মধ্যেই রাস্তায় খোলা বিদ্যুতের সুইচ বক্স-তার, ঝুঁকি বাড়ছে বীরভূমে

Last Updated:

বীরভূমের (Birbhum, Bengal News) বেশ কিছু জায়গায় নজরে এলো খোলা অবস্থায় বিদ্যুতের সুইচ বক্স-তার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : সম্প্রতি রাজ্যজুড়ে অতিবৃষ্টি চলাকালীন প্লাবনের পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট (electrocute) হয়ে একাধিক তরতাজা প্রাণ যাচ্ছে। এই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় একাধিক জায়গায় বিক্ষোভও নজরে এসেছে। তবে এসবের মাঝেই বীরভূমের (Birbhum, Bengal) বেশ কিছু জায়গায় নজরে এল খোলা অবস্থায় বিদ্যুতের সুইচ বক্স-তার। যা নিয়ে ঝুঁকি বাড়ছে এমনটাই মনে করছেন সাধারণ মানুষ।
খোলা অবস্থায় বিদ্যুতের সুইচ বক্স-তার, ঝুঁকি বাড়ছে বীরভূমে
খোলা অবস্থায় বিদ্যুতের সুইচ বক্স-তার, ঝুঁকি বাড়ছে বীরভূমে
advertisement

আরও পড়ুন Children Viral Fever| Bengal: জেলায় শিশুদের জ্বরের বাড়বাড়ন্ত কতটা চিন্তার? কী বলছেন চিকিৎসকেরা

খোলা অবস্থায় এমন বিদ্যুতের সুইচ বক্স (Electric Switch Box), তার নজরে এসেছে সদর শহর সিউড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ধারে। একইভাবে নজরে এসেছে বোলপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। বর্তমানে যখন রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মানুষের মৃত্যুর ঘটনা (Death by Electrocution) নজরে আসছে সেই সময় এইভাবে খোলা অবস্থায় বিদ্যুতের সুইচ বক্স-তার ইত্যাদি দেখে আঁতকে উঠছেন স্থানীয় মানুষ৷ সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করছেন তারা।

advertisement

যেকোনো সময় দুর্ঘটনার (Accident) মত অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বোলপুরের স্থানীয় বাসিন্দা অভিজিৎ মন্ডল জানিয়েছেন, "যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে৷ আমাদের জেলাতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য বিদ্যুৎ সরবরাহ দপ্তরের (Electricity Department) তরফ থেকে এই যে খোলা সুইচ বক্স, তার রয়েছে সেগুলি অবিলম্বে ঢেকে দেওয়া উচিত। কারণ এগুলি খোলা অবস্থায় থাকলে বৃষ্টির জলে শর্ট সার্কিটের (Short Circuit) ঘটনা ঘটতে পারে, আনমনা অবস্থায় কেউ হাত দিয়ে দিলে দুর্ঘটনা ঘটতে পারে।"

advertisement

একইভাবে আরও এক স্থানীয় বাসিন্দা তপন কুমার সাহা জানিয়েছেন, "বিদ্যুৎকর্মীরা কাজ করার পর তাড়াহুড়ো করে এই সকল বিপদজনক সুইচ বক্স খুলে দিয়ে চলে যান। কিন্তু এমনটা কাম্য নয়। তাতে মানুষের জীবন নিয়ে টানাটানি হতে পারে। এসবের দিকে নজর দেওয়া উচিত দপ্তরের।"

আরও পড়ুন Bengal News| Road Condition: দীর্ঘ ৭ কিমি রাস্তা খানা খন্দে ভরা, প্রাণ ভয়ে যাত্রা বীরভূমবাসীর

advertisement

তবে এই প্রসঙ্গে এটাও জেনে রাখা ভালো, রাজ্যের একাধিক জায়গায় এমন দুর্ঘটনার পর ইতিমধ্যেই বিদ্যুৎ সরবরাহ দপ্তরের তরফে বীরভূমের (Birbhum, Bengal News) বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রচার শুরু করা হয়েছে ছেঁড়া তার দেখলে কেউ যেন তাতে হাত না দেন৷ কোথাও বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে কোনো রকম গোলযোগ দেখা দিলে নিজেরা যেন ঠিক করতে না যান, তাও জানানো হয়েছে। এমন ঘটনা নজরে এলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরে ফোন করে জানানো হয়।

advertisement

তবে প্রচারে নামলেও বিদ্যুৎ দপ্তর বীরভূমের বিভিন্ন জায়গায় এইভাবে খোলা অবস্থায় বিদ্যুতের সুইচ বক্স-তার থাকতে দেখে প্রশ্ন উঠছে, সতর্কতা প্রচার করা হলেও কাজের ক্ষেত্রে খামতি থাকছে না তো?

সেরা ভিডিও

আরও দেখুন
চোখে স্বপ্ন ভারতীয় দলের জার্সিতে খেলা,বাবা পুকুর পাড়ে,ক্ষেতের পাশে পিচ করে দিলেন মেয়েকে
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/Local News/
Bengal News| Death by Electrocution: প্রবল বৃষ্টির মধ্যেই রাস্তায় খোলা বিদ্যুতের সুইচ বক্স-তার, ঝুঁকি বাড়ছে বীরভূমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল