Children Viral Fever| Bengal: জেলায় শিশুদের জ্বরের বাড়বাড়ন্ত কতটা চিন্তার? কী বলছেন চিকিৎসকেরা

Last Updated:

জ্বরের বাড়বাড়ন্ত স্বাভাবিকভাবেই অভিভাবকদের কপালে ভাঁজ করতে শুরু করেছে। করোনাকালে এই জ্বর কতটা চিন্তার? কি বলছেন চিকিৎসকেরা।

শিশুদের জ্বরের বাড়বাড়ন্ত কতটা চিন্তার! কি বলছেন চিকিৎসকেরা
শিশুদের জ্বরের বাড়বাড়ন্ত কতটা চিন্তার! কি বলছেন চিকিৎসকেরা
বীরভূম : দিন কয়েক ধরেই বীরভূমের (Birbhum, Bengal) অধিকাংশ জায়গাতেই শিশুদের জ্বর (Children fever) নিয়ে বাড়বাড়ন্ত লক্ষ্য করা যাচ্ছে। বীরভূম স্বাস্থ্য জেলার বোলপুর এবং সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গত কয়েকদিন ধরে শতাধিক শিশুদের (Children fever in hospital) এমন জ্বর নিয়ে ভর্তি হতে লক্ষ্য করা যাচ্ছে। এই জ্বরের বাড়বাড়ন্ত স্বাভাবিকভাবেই অভিভাবকদের কপালে ভাঁজ করতে শুরু করেছে। করোনাকালে এই জ্বর কতটা চিন্তার? কি বলছেন চিকিৎসকেরা।
বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাঃ দীপ্তেন্দ্যু দত্ত জানিয়েছেন,"জ্বর নিয়ে শতাধিক শিশু ভর্তি রয়েছে ঠিকই তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রচুর শিশু জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হচ্ছে, তবে তারা সুস্থ হয়ে বাড়িও যাচ্ছে। জ্বর সর্দি কাশি (Common fever says doctor) এই রোগটি প্রতিবছরই হয়ে থাকে পুজোর আগে। তবে এই বছর একটু আগে থেকেই শুরু হয়েছে এবং সংখ্যাটা গত বছরের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি।"
advertisement
advertisement
এত সংখ্যক শিশুদের এইভাবে জ্বরে আক্রান্ত হওয়া চিন্তার কারণ হলেও ডাঃ দীপ্তেন্দ্যু দত্ত জানিয়েছেন, "করোনার তৃতীয় ঢেউ (Coronavirus Third Wave) আসবে আসবে, এই যে বিষয়টি শোনা যাচ্ছে এবং করোনার তৃতীয় ঢেউ এলে শিশুরা বেশি আক্রান্ত হতে পারেন এই আশঙ্কায় অভিভাবকরা অত্যাধিক চিন্তায় রয়েছেন। আমি মনে করি এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি সাধারণ যে জ্বর সর্দি কাশি হয়, তেমনটাই হচ্ছে। তবে চিন্তার কারণ না থাকলেও কোনভাবেই বাড়িতে ফেলে রাখবেন না। চিকিৎসা করান, প্রয়োজনে হাসপাতালে নিয়ে আসুন।"
advertisement
একইভাবে বীরভূম স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরি জানিয়েছেন, "প্রচুর শিশুদের এমন জ্বর লক্ষ্য করা যাচ্ছে। তবে এটি ভাইরাল ফিভার (Children Viral Fever)। অন্যান্যবারেও যেমনটা হয়, তেমনটাই হয়েছে তবে এবার একটু বেশি হয়েছে। বোলপুর, সিউড়ি এবং সাঁইথিয়া সব জায়গাতেই প্রচুর শিশু জ্বর নিয়ে ভর্তি রয়েছেন, তবে প্রত্যেককেই ভালো আছে। এই সকল শিশুদের জ্বর, সর্দি, কাশি রয়েছে। কারোর কারোর কিছুটা হলেও শ্বাসকষ্ট হচ্ছে।"
advertisement
অন্যদিকে শিশুদের মধ্যে এইভাবে জ্বরের (Children Fever, Bengal) প্রকোপ দেখা দেওয়ার কারণে হাসপাতালগুলিতে বেডের অভাবও দেখা দিয়েছে। অধিকাংশ হাসপাতালেই এক একটি বেডে দুই থেকে তিনজন শিশুদের নিয়ে থাকতে হচ্ছে। তবে চিকিৎসকদের থেকে এই জ্বর নিয়ে খুব একটা চিন্তার কারণ না থাকার আশ্বাস মেলায় কিছুটা হলেও আশ্বস্ত অভিভাবকরা।
advertisement
মাধব দাস
বাংলা খবর/ খবর/Local News/
Children Viral Fever| Bengal: জেলায় শিশুদের জ্বরের বাড়বাড়ন্ত কতটা চিন্তার? কী বলছেন চিকিৎসকেরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement