TRENDING:

Bad Road| Bengal News: খারাপ রাস্তায় বিকল হয়েছে যান! ট্রাফিক যন্ত্রণায় নাকাল নিত্যযাত্রীরা

Last Updated:

গুরুত্বপূর্ণ এই দুটি রাস্তার (Birbhum News) বর্তমান অবস্থা এতটাই বেহাল যে দিনে কোন না কোন গাড়ির যন্ত্রাংশ ভেঙে পড়ছে, সেই সকল গাড়ি মাঝ রাস্তাতেই বিকল হয়ে পড়ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম : বীরভূমের (Bengal News) দুবরাজপুর শহরের উপর দিয়ে গেছে গুরুত্বপূর্ণ দুটি রাস্তা। একটি হল ১৪ নম্বর জাতীয় সড়ক এবং অন্যটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের (Bad road in Birbhum) সামনে দিয়ে যাওয়া রাজ্য সড়ক। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুটি রাস্তার বেহাল দশা দীর্ঘ কয়েক বছর ধরেই। শহরের বাসিন্দারা একাধিকবার এই নিয়ে সরব হলেও কোনও রকম সুরাহা হয়নি। আর বর্তমান পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক।
বেহাল অবস্থা রাস্তার, যানবাহন খারাপ হওয়ার কারণে তৈরি হচ্ছে যানজট
বেহাল অবস্থা রাস্তার, যানবাহন খারাপ হওয়ার কারণে তৈরি হচ্ছে যানজট
advertisement

গুরুত্বপূর্ণ এই দুটি রাস্তার বর্তমান অবস্থা এতটাই বেহাল (Road condition) যে দিনে কোন না কোন গাড়ির যন্ত্রাংশ ভেঙে পড়ছে, সেই সকল গাড়ি মাঝ রাস্তাতেই বিকল হয়ে পড়ছে। শহরের মাঝ দিয়ে যাওয়া রাস্তার মাঝে যানবাহন বিকল হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই তৈরি হচ্ছে যানজট। আর সেই যানজটে (Heavy Traffic) ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

advertisement

আরও পড়ুন Swasthya Sathi| Bengal News: সার্থক প্রকল্প! দুর্যোগকে সঙ্গী করেই, স্বাস্থ্য সাথী কার্ডের লম্বা লাইন

গত দিন কয়েক ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ায় (Rainfall effects Bad Road) এই দুটি রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রায় প্রতিদিনই লক্ষ্য করা যাচ্ছে কোনও না কোনও গাড়ি খারাপ হয়ে দাঁড়িয়ে রয়েছে মাঝরাস্তায়। মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত কম করে পাঁচটি বড় বড় লরি অথবা অন্য কোন যান খারাপ হয়ে পড়ে এই রাস্তায়। আর এই সব যানবাহন খারাপ হওয়ায় দীর্ঘ যানজটের সম্মুখীন হতে হয় স্থানীয় বাসিন্দাদের।

advertisement

আরও পড়ুন Bengal News| Birbhum: যার সঙ্গে বিয়ে গিয়েছিল আটকে, সেই পাত্রীর গলাতেই ফের মালা দিলেন যুবক!

স্থানীয় ব্যবসায়ী গোপাল দত্ত জানিয়েছেন, "১৪ নং জাতীয় সড়ক এবং গ্রামীণ হাসপাতালের সামনে দিয়ে যাওয়া রাজ্য সড়ক দুটি রাস্তার বেহাল অবস্থা। বৃষ্টি হলে তৈরি হয় খাল-বিল, আর রোদ হলে শুরু হয় ধুলোর উপদ্রব। এই পরিস্থিতিতে কী দুর্বিসহ অবস্থায় দিন কাটছে এলাকার বাসিন্দাদের তা বলে বোঝানো সম্ভব নয়। একাধিকবার এই রাস্তায় ভালো ভাবে তৈরি করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও সেই আশ্বাস এখন অগাধ জলেই রয়েছে।"

advertisement

পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন, "এই দুটি রাস্তা দেখভালের দায়িত্বে কোন কর্তৃপক্ষ রয়েছেন তা আমাদের জানার প্রয়োজন নেই। আমাদের একটাই দাবি যে কর্তৃপক্ষ থাকুন না কেন অবিলম্বে এই রাস্তা সারিয়ে সাধারণ মানুষকে ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উদ্ধার করা হোক। কারণ এই রাস্তা খারাপের কারণে কেবলমাত্র যানবাহন খারাপ হচ্ছে যানজট তৈরি হচ্ছে এমন না বহু মানুষকেই দুর্ঘটনার (Road Accident) সম্মুখীন হতে হচ্ছে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/Local News/
Bad Road| Bengal News: খারাপ রাস্তায় বিকল হয়েছে যান! ট্রাফিক যন্ত্রণায় নাকাল নিত্যযাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল