TRENDING:

Weekend Trip: ভুলে যান দিঘা-মন্দারমণি! বর্ষায় ঘুরে আসুন ঝাড়গ্রামের কুঠিঘাট, কোলাহলমুক্ত পরিবেশে হৃদয় জুড়োবে!

Last Updated:

Weekend Trip: সমুদ্র সৈকত অথবা জনাকীর্ণ পাহাড়ি পর্যটন স্থানের একঘেয়েমি ছেড়ে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটাতে চাইলে, ঝাড়গ্রামের কুঠিঘাট হল আদর্শ গন্তব্য। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই জায়গাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: দিঘা, বকখালির কোলাহলপূর্ণ সমুদ্রতট বা জনবহুল পাহাড়ি পর্যটনস্থলের একঘেয়েমি ছেড়ে, প্রকৃতির কোলে একান্ত কিছুটা সময় কাটাতে চাইলে ঝাড়গ্রামের কুঠিঘাট হতে পারে আদর্শ গন্তব্য। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই অপরূপ স্থানটি এখন ধীরে ধীরে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হচ্ছে। কোলাহলহীন পরিবেশ, ধূ-ধূ প্রান্তর, সবুজ ঘেরা বনাঞ্চল এবং খোলা নীল আকাশ—সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দেয় এই স্থান। পড়ন্ত বিকেলে সুবর্ণরেখার তীরে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ, কিংবা নির্জন রাতে জোৎস্নায় নদীর ঢেউয়ের শব্দে ডুবে যাওয়া, অথবা ভোরের প্রথম আলোয় নদীতীর—সবই মন ছুঁয়ে যায়। কুঠিঘাটে রয়েছে পর্যটকদের থাকার জন্য সুবর্ণরেখা গেস্ট হাউস এবং আনন্দ ধারা নামক একটি সরকারি কটেজ।
advertisement

এখান থেকে হাতের মুঠোয় ধরা যায় পুরো কুঠিঘাটের সৌন্দর্য। রামকৃষ্ণ মিশনের মন্দির ও পাঠশালা, একটি প্রাচীন কালী মন্দির এবং ইংরেজ আমলের পুরনো নীলকুঠিও রয়েছে দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে। সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকার প্রাকৃতিক সৌন্দর্য বারবার মন কাড়বে আপনার। রাতের জোৎস্নায় যখন ভেসে যাবে বালিয়াড়ি , নদী যখন ঘুমিয়ে পড়বে– তখনও আপনি দূরে তাকালে দেখবেন গোপীবল্লভপুরের ব্রিজ। আলোর নকশা কাটতে কাটতে সর্পিল গতিতে চলে যাচ্ছে মালবাহী ট্রাক। সকালে নদীর চরে বসে বকেদের মেলা। মাছরাঙা টিপ টিপ করে ধরছে মাছকে। তখন বাইনোকুলার হাতে নিলে পাখিদের বিচিত্র রঙ দেখতে পাবেন। সব মিলিয়ে এই ওফবিট ডেস্টিনেশন ভুলিয়ে দেবে সব ক্লান্তি।

advertisement

আরও পড়ুন : চারদিকে সবুজ, মাঝে শান্তশিষ্ট নদী! হাতের কাছেই রয়েছে বর্ষায় ঘুরতে যাওয়ার পারফেক্ট স্পট, না জানলে মিস

স্থানীয় বাসিন্দারাও প্রতিদিন বিকেলে সবুজ ঘেরা নদীতীরে সময় কাটাতে আসেন। স্থানীয় যুবকদের আড্ডা, নদীতে মাছ ধরতে ব্যস্ত জেলেরা, ও গ্রামের শিশুরা মিলিয়ে এক প্রাণবন্ত অথচ শান্ত পরিবেশ তৈরি করে এখানে। একবার যিনি আসবেন, বারবার ফিরে আসতে চাইবেন এই অপরূপ কুঠিঘাটে। পর্যটকদের জন্য বার্তা একটাই—ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুঠিঘাট আপনাকে শুধু প্রকৃতির সান্নিধ্যই দেবে না, সঙ্গে দেবে মানসিক শান্তি ও অপার আনন্দ।

advertisement

আরও পড়ুন : দার্জিলিংয়ে বড্ড ভিড়? পাহাড়-নদী-সবুজের সমারোহে মোড়া কানাইসর পাহাড় থেকে ঘুরে আসুন

কীভাবে পৌঁছাবেন এই গন্তব্যে? কলকাতা থেকে আসতে চাইলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে সাড়ে তিন ঘণ্টার পথ ঝাড়গ্রাম পর্যন্ত। সেখান থেকে বাস ধরে রান্টুয়া বাসস্ট্যান্ডে নামতে হবে, তারপর সেখান থেকে টোটো বা ছোট গাড়িতে মাত্র ১ কিলোমিটার পথ পেরোলেই পৌঁছে যাবেন কুঠিঘাটে। এছাড়াও, ধর্মতলা থেকে সরাসরি ঝাড়গ্রামের উদ্দেশে বাস ছাড়ে, যা প্রায় ৩ ঘণ্টায় পৌঁছে যায়। এই পথটিও আরামদায়ক এবং সুবিধাজনক।

advertisement

তন্ময় নন্দী

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weekend Trip: ভুলে যান দিঘা-মন্দারমণি! বর্ষায় ঘুরে আসুন ঝাড়গ্রামের কুঠিঘাট, কোলাহলমুক্ত পরিবেশে হৃদয় জুড়োবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল