Belpahari Tourism: চারদিকে সবুজ, মাঝে শান্তশিষ্ট নদী! হাতের কাছেই রয়েছে বর্ষায় ঘুরতে যাওয়ার পারফেক্ট স্পট, না জানলে মিস

Last Updated:

Belpahari Tourism: বর্ষার বিকেল, কালো মেঘ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নিয়ে ভ্রমণ করতে ইচ্ছে করছে, ঘুরে আসুন কলকাতার কাছেই এই স্পট

+
তারাফেনি

তারাফেনি

ঝাড়গ্রাম: বর্ষার বিকেল, কালো মেঘ আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নিয়ে ভ্রমণ করতে ইচ্ছে করছে, ঘুরে আসুন বেলপাহাড়ির মনোরম বাঁধ তারাফেনি। ঢেউ খেলানো সবুজ পাহাড়, পাশ দিয়ে বয়ে যাওয়া নদী। সে নদীর দুই কিনারের মধ্যে ছোট জলাধার। মোটামুটি বর্ষা থেকে শুরু করে শীতকাল পর্যন্ত বাঙালির পছন্দের গন্তব্যে থাকে বেলপাহাড়ি। প্রত্যেক ঋতুতে এক অন্য সাজে সেজে ওঠে এখানকার পর্যটক কেন্দ্রগুলি। পুজোর সময় মধুচন্দ্রিমা হোক বা বর্ষায় সোলো ট্রিপ, কিংবা শীতের ছুটিতে বন্ধুদের সঙ্গে রিইউনিয়ন, ছুটি কাটানোর আদর্শ ঠিকানা বেলপাহাড়ি। বেড়াতে গেলে কোন কোন জায়গা অবশ্যই ঘুরে দেখবেন, রইল টিপস।
তারাফেনী ব্যারেজ হল ঝাড়গ্রামের তারাফেনী নামক শান্ত নদীর উপর অবস্থিত একটি ছোট মনোরম বাঁধ। এই এলাকার অন্যান্য বৃষ্টি নির্ভর নদী তারাফেনী তার নিজস্ব গতিতে প্রবাহিত হওয়ায় এটিকে শান্ত বলা হয়। বেলপাহাড়ি গ্রাম থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত, এই ছোট ব্যারেজটি আকাশের বিপরীতে প্রকৃতির অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। ঝাড়গ্রামে চারটি অপ্রয়োজনীয় নদী রয়েছে, যথা কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং এবং তারাফেনী, যার মধ্যে শেষটি সবচেয়ে শান্ত। বিনপুর এবং বেলপাহাড়ি অতিক্রম করার পর, তারাফেনী অবশেষে কংসাবতী নদীর সঙ্গেমিলিত হয়।
advertisement
advertisement
বর্ষায় পাহাড় আরও সবুজ হয়ে ওঠে। নদী, জলপ্রপাতও ফুলেফেঁপে ওঠে। বর্ষায় বেড়াতে যাওয়ার আনন্দই আলাদা। তবে ভয়ও কম নেই। অতি বৃষ্টি, ধস— এই সব কিছুর ভয় রয়েছে। প্রকৃতি কখন রূপ বদলায় কেউ জানে। তাই বর্ষায় ঝুঁকি নিয়ে এই সব জায়গায় বেড়াতে না যাওয়াই ভাল। ঘুরে আসুন জঙ্গলমহলের বেলপাহাড়ির মনোরম বাঁধ তারাফেনি। বর্ষায় এখানকার নদী, জলপ্রপাত, পাহাড়ি গ্রামগুলি মায়াবী হয়ে উঠে। না এলে আপনি মিস করবেন। এই বর্ষায় তারাফেনী ব্যারেজ ছাড়াও আপনি ঘুরে দেখতে পারেন ঘাগরা জলপ্রপাত, খাঁদারানী ড্যাম, কানাইসর পাহাড়, সাদা পাহাড়, হাঁসা ডুঙ্গরি সহ নানা স্পট।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আসবেন কীভাবে?
সড়কপথে কলকাতা থেকে বেলপাহাড়ির দূরত্ব ২০০ কিলোমিটারের মত। কলকাতা থেকে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি যেতে পারেন বিভিন্ন জায়গা ঘুরতে ঘুরতে। ঝাড়গ্রাম স্টেশনে এসে সেখান থেকেই গাড়ি ভাড়া করে বেলপাহাড়ি যেতে পারেন। কলকাতা থেকেও বেলপাহাড়ির বাস পাওয়া যায়। বেলপাহাড়িতে একাধিক হোটেল, হোম স্টে রয়েছে সেখানে থাকতে পারেন। কলকাতা ট্রেনে ঝাড়গ্রাম। সেখান থেকে ৪০ কিমি বেলপাহাড়ি।‌ আর বেলপাহাড়ি থেকে ৭ কিমি ঘাগরা।
advertisement
তন্ময় নন্দী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Belpahari Tourism: চারদিকে সবুজ, মাঝে শান্তশিষ্ট নদী! হাতের কাছেই রয়েছে বর্ষায় ঘুরতে যাওয়ার পারফেক্ট স্পট, না জানলে মিস
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement