এই ভাইরাসের প্রধান উপসর্গ গুলি হল জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, নাক বন্ধ ভাব এবং দমবন্ধের মতন পরিস্থিতি। কিডনির উপর প্রভাব ফেলতে পারে এই ভাইরাস। সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে, আক্রান্ত এক শিশুর দেহে মূলত অ্যাকিউট কিডনি ইনজুরি বা (একেআই) দেখা গিয়েছে।
আরও পড়ুন: বাজার থেকে ভুলেও কিনবেন না, ‘বিষের সমান’ ৫ মাছ! ভেতরে গিয়েই ঝাঁঝরা করছে শরীর
advertisement
যেহেতু এই রোগ মূলত বয়স্ক এবং শিশুদের উপর প্রভাব ফেলে তাই এই ধরনের রোগের প্রভাব বেশি দেখা যায়। ক্রমে ভারতেও নিজের বিস্তার বাড়াচ্ছে এইচএমপিভি। প্রথমে কর্ণাটকের বেঙ্গালুরু, কেরল, গুজরাতের পর এবার ভাইরাসের থাবা বাণিজ্য নগরী মুম্বইতেও। দেশে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পার করেছে ১১-র ঘর। এই ভাইরাস নিয়ে চিন্তা করতে মানা করছেন চিকিৎসকরা।
আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গাঙ্গুলী জানান, “করোনার পাঁচ বছর পর এল এই ভাইরাস। আমরা করোনা পরিস্থিতি যখন জয় করতে পেরেছি তখন এই ভাইরাস পরিস্থিতির সঙ্গেও মোকাবিলা করতে পারব। এই ভাইরাস টেস্ট খরচ সাপেক্ষ। সরকারের কাছে আবেদন যাতে টেস্টের ব্যবস্থা সরকারি ভাবে করা হয়। তাহলে চিকিৎসা করতে আমাদের সুবিধা হবে।”
চিকিৎসকের কাছ থেকে জানা গিয়েছে পশ্চিমবঙ্গের কোনও স্থানেই এই ভাইরাসের টেস্ট হচ্ছে না। বেঙ্গালুরু নাহলে মুম্বাইতে হচ্ছে এই টেস্ট। একটি টেস্ট করাতে খরচ হচ্ছে ১৫ থেকে ২০ হাজার টাকা।ভারতে হঠাৎ করে এই ভাইরাসের বাড়বাড়ন্ত দেখা গেলে আর রক্ষা থাকবে না। বেসরকারিভাবে চিকিৎসা করা সবার পক্ষে সম্ভব না বলে জানান চিকিৎসক। সরকারের পক্ষ থেকে এই ভাইরাস বোঝানোর জন্য কর্মশালা করার আবেদন জানাচ্ছেন চিকিৎসকরা।
Annanya Dey