এই মুহূর্তে গত সপ্তাহে রিপোর্ট অনুযায়ী জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ২৯ জন। পশ্চিম মেদিনীপুরের দাঁতন কেশিয়াড়ি-সহ জেলার বিভিন্ন জায়গায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রসঙ্গত জমা জল এবং মানুষের অসচেতনতার কারণে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। তবে কিভাবে এই ডেঙ্গি আক্রমণকে রোখা যাবে? ডেঙ্গি আক্রান্ত হলে কি ধরনের ব্যবস্থা নিতে হবে তা সবিস্তারে তুলে ধরলেন বিশিষ্ট চিকিৎসক তথা নারায়ণগড় ব্লক স্বাস্থ্য অধিকর্তা ডঃ আশীষ মণ্ডল।
advertisement
আরও পড়ুন: ঝুমুর বিষয়ে আগ্রহীদের আশার খবর, এবার উচ্চশিক্ষা হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
আরও পড়ুন: হাতের নাগালে গৌরবের মুহূর্ত! দেশলাই কাঠি দিয়ে চন্দ্রযানের রেপ্লিকা বানিয়ে তাক লাগালেন এই শিক্ষক
এলাকার চারপাশ পরিষ্কার, বর্ষাকালে জমা জল জমিয়ে না রাখা-সহ একাধিক পরামর্শ দেয় চিকিৎসক। পাশাপাশি ডেঙ্গিতে আক্রান্ত হলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে ডেঙ্গিকে ভয় নয়, সঠিক চিকিৎসায় তার নিরাময় সম্ভব জানিয়েছেন চিকিৎসক আশীষ মন্ডল।
Ranjan Chanda