Chandrayan 3: হাতের নাগালে গৌরবের মুহূর্ত! দেশলাই কাঠি দিয়ে চন্দ্রযানের রেপ্লিকা বানিয়ে তাক লাগালেন এই শিক্ষক
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Chandrayan 3: বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাঠ শেষ করে বাড়িতে এসে দেশলাই কাঠি দিয়ে চন্দ্রযান-৩ এর রেপ্লিকা বানালেন এক শিক্ষক।
মেদিনীপুর: সারা ভারতের কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন ছিল শুক্রবার। এদিন বেলা ২ টো বেজে ৩৫ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দেয় চন্দ্রযান-৩। সফল উৎক্ষেপণ হয় এই চন্দ্রযানের, জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই মুহূর্ত ভারতবাসীর কাছে এক আনন্দের এবং গৌরবের।
তাই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষার পাঠ শেষ করে বাড়িতে এসে দেশলাই কাঠি দিয়ে চন্দ্রযান-৩ এর রেপ্লিকা বানালেন এক শিক্ষক। মেদিনীপুর শহরের বাসিন্দা নরসিংহ দাস। চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পর বাড়ি ফিরে দেশলাই দিয়ে তিনি বানালেন এই রেপ্লিকা, যা রীতিমতো নজর কেড়েছে সকলের। শিক্ষক নরসিংহ দাস বাড়ি নারায়ণগড়ে হলেও শিক্ষকতা সূত্রে তিনি থাকেন মেদিনীপুরে। ভূগোলের এই শিক্ষকের ছোট থেকেই নেশা বিভিন্ন ধরনের হাতের কাজ তৈরি এবং ছবি আঁকার। তাই তিনি ভারতের এই গৌরবের মুহূর্তকে দেশলাই কাঠির মধ্য দিয়ে নিজের মতো করে তুলে ধরলেন সকলের কাছে। বেশ কয়েক ঘণ্টার মধ্যে তিনি বানিয়েছেন চন্দ্রযানের রেপ্লিকা।
advertisement
advertisement
আরও পড়ুন: উত্তরে লাল সতর্কতা! এদিকে পুরুলিয়ায় ৩৪ ডিগ্রি, কবে বদলাবে আবহাওয়া? হাওয়া অফিসের বড় খবর!
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ল্যান্ডার ‘বিক্রম’-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল ‘ইসরো’ -র ‘চন্দ্রযান-২’। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে চাঁদের মাটি ছোঁয়ার প্রস্তুতি নিয়েছে ভারতের সংস্থা। তবে এবার মহাকাশ বিজ্ঞানীরা আশাবাদী সফল উৎক্ষেপণের জন্য।চাঁদের মাটিতে নেমে দু’সপ্তাহ ইসরোর গবেষণা চলবে। এতে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং নাসার সাহায্যও নেওয়া হবে। স্বাভাবিকভাবে এই আনন্দের মুহূর্ত ভাগ করে নিয়েছে সকল দেশবাসী। শিক্ষকের এই চিন্তাশীল ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 1:23 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Chandrayan 3: হাতের নাগালে গৌরবের মুহূর্ত! দেশলাই কাঠি দিয়ে চন্দ্রযানের রেপ্লিকা বানিয়ে তাক লাগালেন এই শিক্ষক