West Midnapore News: ঝুমুর বিষয়ে আগ্রহীদের আশার খবর, এবার উচ্চশিক্ষা হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
West Midnapore News: কোর্স অনুযায়ী আসনসংখ্যা ২৫টি- ১০০টি। ক্লাস হবে সপ্তাহে ২ দিন থেকে ৩ দিন।
মেদিনীপুর: ঝুমুর বিষয়ে আগ্রহীদের আশার খবর শোনাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। ঝুমুর-সহ একাধিক বিষয়ে কোর্স শুরু হচ্ছে ভর্তির প্রক্রিয়া। জানিয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স শীঘ্রই চালু হবে। ঝুমুর, জনস্বাস্থ্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-সহ একাধিক বিষয় থাকছে সেই কোর্সে।
সরকারি সংস্থা/ ব্যাঙ্ক/ স্বেচ্ছাসেবী সংস্থা/ মিডিয়ায় কর্মরত, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশনের তরফে মোট ন’টি বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স চালু হচ্ছে। কোর্সগুলি যথাক্রমে ইংলিশ ফর অল, ঝুমুর, অ্যাজাইল সফটঅয়্যার ডেভেলপমেন্ট, এপিডেমোলজি অ্যান্ড পাবলিক হেলথ, সাঁওতালি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাট জিপিটি, কম্পিউটার মেন্টেনেন্স অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রোগ্রামিং, কম্পোজিট বায়োফার্টিলাইজার ফর সাস্টেনেবল এগ্রিকালচার। বিভিন্ন কোর্সের মেয়াদ কোর্সের বিষয়েও জানিয়েছে কর্তৃপক্ষ। ছয় দিন থেকে শুরু করে তিন মাস বা ছয় মাস অথবা এক বছরের কোর্স করা যাবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘টাকা দিয়ে চাকরি কিনে কারা কাজ করছে?’, ED-CBI এর কাছে তালিকা তলব বিচারপতি অমৃতা সিনহার
কোর্স অনুযায়ী আসনসংখ্যা ২৫টি- ১০০টি। ক্লাস হবে সপ্তাহে ২ দিন থেকে ৩ দিন। উৎসাহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা পূরণ করে প্রয়োজনীয় নথি-সহ নির্দিষ্ট ঠিকানায় বা মেল আইডিতে জমা দিতে হবে। আবেদনের খরচ ২০০টাকা। আবেদনের শেষ দিন ৩১ জুলাই। কোর্সগুলিতে প্রথমে আবেদনের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
July 15, 2023 1:35 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ঝুমুর বিষয়ে আগ্রহীদের আশার খবর, এবার উচ্চশিক্ষা হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে