TRENDING:

Dinner Timing: বেশি রাতে ডিনার করছেন? শরীরে ছোবল বসাচ্ছে কঠিন রোগ, চিকিৎসকের মত ভয় ধরাবে

Last Updated:

Dinner: রাতে দেরি করে খাওয়ার অভ্যাসেই মারাত্মক কিছু শারীরিক সমস্যা তৈরি হয়। এ ক্ষেত্রে সন্ধ্যা ৭-৮'টার মধ্যে খাবার খেয়ে নেওয়া স্বাস্থ্যের জন্য ভাল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: অফিস থেকে ফিরতে সন্ধে পার হয়ে যায় প্রতিদিন। ফেরার পর গরম চায়ে চুমুক দিয়ে খানিকটা আড্ডায় মেতে ওঠেন। এরপর আসে রাতের খাবার খাওয়ার পালা। তখন ঘড়ির কাঁটায় দেখলে মনে হয় বেশ রাত হয়েছে। নিত্যদিন এমন নিয়মেই চলছে জীবনযাপন। সারাদিন দৌড়ঝাঁপের জীবনে নিয়ম মেনে চলা সত্যিই খুব কঠিন। তবে কিছু নিয়ম না মানলে সুস্থ থাকাও সম্ভব নয়। তার মধ্যে অন্যতম তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেওয়া। রাতে দেরী করে খাওয়ার এই অভ্যাসের মধ্যেই কিছু শারীরিক সমস্যার বীজ লুকিয়ে রয়েছে। এ ক্ষেত্রে রাত আট’টার মধ্যে খাবার খেয়ে নেওয়া স্বাস্থ্যের জন্য দারুণ ভাল।
advertisement

কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ দত্ত জানান, “বর্তমান সময়ে প্রায় প্রতেকে রাতে দেরী করে খাবার খেয়ে থাকেন। আধুনিক জীবনযাত্রায় যেন নিয়ম হয়ে গিয়েছে। কাজের চাপে অনেক সময় খাবার খাওয়ার কথাই মনে থাকে না। ব্যস্ততম জীবনে যেখানে তাড়াতাড়ি নৈশভোজ সেরে নেওয়ার অভ্যাস নেই বললেই চলে।”

আরও পড়ুনঃ হুহু করে বাড়ায় হিমোগ্লোবিন, ক্যানসারের ঝুঁকি কমায়, ব্রকলির কার্যকারিতা জেনে রোজ খান

advertisement

তিনি আরও বলেন, “মাঝেমাঝেই রেস্তোরাঁয় গিয়ে ভূরিভোজের পরিকল্পনা থাকে অনেকের। বিভিন্ন কারণে অনেকেই প্রায় মধ্যরাতে পার করে খাবার খান। যার ফলে নানা ধরনের শারীরিক সমস্যা লেগেই রয়েছে। ডায়াবিটিস, হৃদরোগ, কোলেস্টেরলের মতো শারীরিক অসুস্থতার অন্যতম উৎস হল দেরি করে রাতের খাবার খাওয়া। কিন্তু, এই সমস্যার থেকে খুব স্বল্প সময়ে মুক্তি পাওয়া সম্ভব।”

advertisement

View More

আরও পড়ুনঃ খালি পেটেই কেন সুগার টেস্ট? খাওয়ার পরে ফের কেন রক্ত নেওয়া হয়? ৯৯% মানুষই উত্তর দিতে পারেননি

এ ছাড়া তিনি আরও জানান, “তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেওয়ার স্বাস্থ্যগুণ অনেক। তাড়াতাড়ি খেয়ে নিলে হজম ভাল হয়। হজমের গোলমাল হওয়ার কোনও ঝুঁকি থাকে না। ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া যদি সন্ধের মধ্যে রাতের খাবার খেয়ে নেওয়া যায়। তবে ঘুম ভাল হয়। অনিদ্রার সমস্যা থাকলে রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভাল। সূর্যাস্তের আগেই রাতের খাবার খেয়ে নিলে সবচেয়ে ভাল। কিন্তু অনেকের পক্ষেই তা সম্ভব হয় না।”

advertisement

তবে আপনি রাতে আট’টার মধ্যে রাতের খাবার শেষ করে নিলে খুব ভাল শরীরের জন্য। দীর্ঘায়ু পেতে হলে রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কোনও বিকল্প নেই। তাতে হজমও দ্রুত হবে। ওজন নিয়ন্ত্রণে থাকবে। বার্ধক্যজনিত রোগের ঝুঁকিও কমবে তাড়াতাড়ি খেয়ে নেওয়ার অভ্যাসে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dinner Timing: বেশি রাতে ডিনার করছেন? শরীরে ছোবল বসাচ্ছে কঠিন রোগ, চিকিৎসকের মত ভয় ধরাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল