Purulia Tourism: পুরুলিয়া পেতে চলেছে নতুন ডেস্টিনেশন, প্লেনে বসে হবে জমাটি খাওয়া-দাওয়া! ঢুঁ মারতে মুখিয়ে পর্যটক থেকে পুরুলিয়াবাসীরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
রেস্টুরেন্ট নাকি এরোপ্লেন, দেখে বোঝা দায়। ভোজনপ্রেমী মানুষজন বরাবরই নিত্যনতুন ফুড ডেস্টিনেশনের সন্ধানে থাকেন।
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রেস্টুরেন্ট নাকি এরোপ্লেন, দেখে বোঝা দায়। ভোজনপ্রেমী মানুষজন বরাবরই নিত্যনতুন ফুড ডেস্টিনেশনের সন্ধানে থাকেন। তবে এই প্রথমবার বাংলায় বুকে পুরুলিয়া জেলাতে চালু হতে চলেছে বিমান রেস্তোরাঁ। একেবারে ককপিটে চড়ে খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে জঙ্গলমহলবাসী। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ থাকছে সমস্ত রকম খাবারের আয়োজন। থাকবেন এয়ার হোস্টেস থেকে পাইলট সকলে। থ্রি ডি শো-র মাধ্যমে বিমান চালানোর অভিজ্ঞতাও মিলবে।
পুরুলিয়া শহর থেকে প্রায় ১৫ কিমি দূরে ধানবাদ-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া মফস্বল থানার বেলকুড়ি টোল প্লাজার কাছে একটি বেসরকারি পর্যটন সংস্থা এই রেস্তরাঁ চালু হতে চলেছে। বিগত বছর থেকেই চলছে প্রস্তুতি। অধীর আগ্রহে পুরুলিয়াবাসী-সহ পর্যটকেরা রেস্তোরাঁর উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন। আগামী বছরের মধ্যেই এরোপ্লেন রেস্তোরাঁ চড়ার সুযোগ পেতে চলেছে সকলে।
advertisement
advertisement
এ বিষয়ে ওই বেসরকারি সংস্থার কর্ণধার সীতিশ সিনহা বলেন, “এই প্লেন রেস্তোরাঁ নিয়ে সকলেই খুব উৎসাহিত। বারে বারে আমাদের কাছে এই রেস্তোরাঁ উদ্বোধন নিয়ে প্রশ্ন আসে। রেস্তোরাঁর ভেতরের সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। কিন্তু বাইরের দিকের বেশ কিছু কাজ বাকি রয়েছে। যা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল। সেই কারণে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে ২০২৬ সালের পুরুলিয়াবাসী বিমান রেস্তোরাঁর স্বাদ উপভোগ করতে পারবেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এয়ার ইন্ডিয়ার একটি পুরনো এয়ারবাস A-319 কে পুরুলিয়ায় আনা হয়েছে। তাকে সাজিয়েগুছিয়ে রেস্তরাঁর চেহারা দেওয়া হবে। এই বিমান রেস্তোরাঁ চালু হলে পুরুলিয়ার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। যা পর্যটক সহ জেলার মানুষের কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
November 12, 2025 7:15 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: পুরুলিয়া পেতে চলেছে নতুন ডেস্টিনেশন, প্লেনে বসে হবে জমাটি খাওয়া-দাওয়া! ঢুঁ মারতে মুখিয়ে পর্যটক থেকে পুরুলিয়াবাসীরা
