Broccoli Health Tips: হুহু করে বাড়ায় হিমোগ্লোবিন, ক্যানসারের ঝুঁকি কমায়, ব্রকলির কার্যকারিতা জেনে রোজ খান

Last Updated:
Broccoli Health Tips: সবুজ সবজিতেই সারবে নানান রোগ অসুখ। সবজি হিসেবে ব্যবহৃত হলেও এর খাদ্যগুণ জানলে অবাক হতে হয়।
1/7
*সবে শীত পড়তে শুরু করেছে। বাজারে আসতে শুরু করেছে নানা শাক-সবজি। বিট, গাজর, মুলোর মতো বাজারে আমদানি হচ্ছে ব্রকলি। সবুজ-সহ নানা রংয়ের এই ফুলকপির পুষ্টিগুণ জানলে আপনিও অবাক হবেন। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। 
*সবে শীত পড়তে শুরু করেছে। বাজারে আসতে শুরু করেছে নানা শাক-সবজি। বিট, গাজর, মুলোর মতো বাজারে আমদানি হচ্ছে ব্রকলি। সবুজ-সহ নানা রংয়ের এই ফুলকপির পুষ্টিগুণ জানলে আপনিও অবাক হবেন। প্রতিবেদনঃ রঞ্জন চন্দ। 
advertisement
2/7
*ব্রকলি নামের এই সবুজ রঙের সবজির চাহিদা বাজারে রয়েছে। ফুলকপি, বাঁধাকপি শ্রেণির অন্তর্ভুক্ত এই ব্রকলি। নানা ধরনের রেসিপি বানিয়ে খান এটি। সবুজ ব্রকলি কার্যকারী শারীরিক নানা রোগ-অসুখে। সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি এই ব্রকলি।
*ব্রকলি নামের এই সবুজ রঙের সবজির চাহিদা বাজারে রয়েছে। ফুলকপি, বাঁধাকপি শ্রেণির অন্তর্ভুক্ত এই ব্রকলি। নানা ধরনের রেসিপি বানিয়ে খান এটি। সবুজ ব্রকলি কার্যকারী শারীরিক নানা রোগ-অসুখে। সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি এই ব্রকলি।
advertisement
3/7
*ক্যানসার প্রতিরোধে এই সবজির জুড়ি মেলা ভার। যারা ডায়েট করেন তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ সবজি ব্রকলি। পুষ্টিবিজ্ঞানের গবেষণায় দেখা গিয়েছে ব্রকলি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। পাশাপাশি ব্রকলির মধ্যে থাকা খাদ্যগুণ যা ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।
*ক্যানসার প্রতিরোধে এই সবজির জুড়ি মেলা ভার। যারা ডায়েট করেন তাদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ সবজি ব্রকলি। পুষ্টিবিজ্ঞানের গবেষণায় দেখা গিয়েছে ব্রকলি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। পাশাপাশি ব্রকলির মধ্যে থাকা খাদ্যগুণ যা ক্যানসারের ঝুঁকি কমাতে পারে।
advertisement
4/7
*মানবদেহে হরমোনের ভারসাম্য রক্ষা করতে অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রকলি। বয়স জনিত চোখের সমস্যা কিংবা ছানির সমস্যার সমাধানে কার্যকরী ব্রকলি।
*মানবদেহে হরমোনের ভারসাম্য রক্ষা করতে অন্যতম গুরুত্বপূর্ণ এই ব্রকলি। বয়স জনিত চোখের সমস্যা কিংবা ছানির সমস্যার সমাধানে কার্যকরী ব্রকলি।
advertisement
5/7
*অন্ত্রের নানা সমস্যার সমাধানে এবং অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে ব্রকলি। ব্রকলিতে ভিটামিনের মাত্রা অনেকটাই বেশি। সবচেয়ে বেশি মাত্রায় থাকে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতকালে নিয়মিত ব্রকলি খেলে সর্দি-কাশির মতো সমস্যা কমতে পারে।
*অন্ত্রের নানা সমস্যার সমাধানে এবং অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে ব্রকলি। ব্রকলিতে ভিটামিনের মাত্রা অনেকটাই বেশি। সবচেয়ে বেশি মাত্রায় থাকে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শীতকালে নিয়মিত ব্রকলি খেলে সর্দি-কাশির মতো সমস্যা কমতে পারে।
advertisement
6/7
*রক্তাল্পতা দেখা দিলে শরীর দুর্বল লাগতে পারে, হতে পারে শ্বাসকষ্ট। ব্রকলি এই সমস্যাও কমিয়ে দিতে পারে। যাদের দেহে আয়রনের ঘাটতি আছে, তাদের জন্যেও উপকারী ব্রকলি।
*রক্তাল্পতা দেখা দিলে শরীর দুর্বল লাগতে পারে, হতে পারে শ্বাসকষ্ট। ব্রকলি এই সমস্যাও কমিয়ে দিতে পারে। যাদের দেহে আয়রনের ঘাটতি আছে, তাদের জন্যেও উপকারী ব্রকলি।
advertisement
7/7
*ব্রকলিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। অন্য বহু সবজির তুলনায় ফাইবারের পরিমাণ বেশি। ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।
*ব্রকলিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। অন্য বহু সবজির তুলনায় ফাইবারের পরিমাণ বেশি। ফাইবার পেট পরিষ্কার রাখতে সাহায্য করে।
advertisement
advertisement
advertisement