পুরুলিয়া শহর থেকে প্রায় ১৫ কিমি দূরে ধানবাদ-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া মফস্বল থানার বেলকুড়ি টোল প্লাজার কাছে একটি বেসরকারি পর্যটন সংস্থা এই রেস্তরাঁ চালু হতে চলেছে। বিগত বছর থেকেই চলছে প্রস্তুতি। অধীর আগ্রহে পুরুলিয়াবাসী-সহ পর্যটকেরা রেস্তোরাঁর উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন। আগামী বছরের মধ্যেই এরোপ্লেন রেস্তোরাঁ চড়ার সুযোগ পেতে চলেছে সকলে।
advertisement
এ বিষয়ে ওই বেসরকারি সংস্থার কর্ণধার সীতিশ সিনহা বলেন, “এই প্লেন রেস্তোরাঁ নিয়ে সকলেই খুব উৎসাহিত। বারে বারে আমাদের কাছে এই রেস্তোরাঁ উদ্বোধন নিয়ে প্রশ্ন আসে। রেস্তোরাঁর ভেতরের সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। কিন্তু বাইরের দিকের বেশ কিছু কাজ বাকি রয়েছে। যা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল। সেই কারণে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে ২০২৬ সালের পুরুলিয়াবাসী বিমান রেস্তোরাঁর স্বাদ উপভোগ করতে পারবেন।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এয়ার ইন্ডিয়ার একটি পুরনো এয়ারবাস A-319 কে পুরুলিয়ায় আনা হয়েছে। তাকে সাজিয়েগুছিয়ে রেস্তরাঁর চেহারা দেওয়া হবে। এই বিমান রেস্তোরাঁ চালু হলে পুরুলিয়ার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। যা পর্যটক সহ জেলার মানুষের কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে।





