TRENDING:

Purulia Tourism: পুরুলিয়া পেতে চলেছে নতুন ডেস্টিনেশন, প্লেনে বসে হবে জমাটি খাওয়া-দাওয়া! ঢুঁ মারতে মুখিয়ে পর্যটক থেকে পুরুলিয়াবাসীরা

Last Updated:

রেস্টুরেন্ট নাকি এরোপ্লেন, দেখে বোঝা দায়। ভোজনপ্রেমী মানুষজন বরাবরই নিত্যনতুন ফুড ডেস্টিনেশনের সন্ধানে থাকেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রেস্টুরেন্ট নাকি এরোপ্লেন, দেখে বোঝা দায়। ভোজনপ্রেমী মানুষজন বরাবরই নিত্যনতুন ফুড ডেস্টিনেশনের সন্ধানে থাকেন। তবে এই প্রথমবার বাংলায় বুকে পুরুলিয়া জেলাতে চালু হতে চলেছে বিমান রেস্তোরাঁ। একেবারে ককপিটে চড়ে খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে জঙ্গলমহলবাসী। ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ  থাকছে সমস্ত রকম খাবারের আয়োজন। থাকবেন এয়ার হোস্টেস থেকে পাইলট সকলে। থ্রি ডি শো-র মাধ্যমে বিমান চালানোর অভিজ্ঞতাও মিলবে।
advertisement

পুরুলিয়া শহর থেকে প্রায় ১৫ কিমি দূরে ধানবাদ-জামশেদপুর ৩২ নম্বর জাতীয় সড়কে পুরুলিয়া মফস্বল থানার বেলকুড়ি টোল প্লাজার কাছে একটি বেসরকারি পর্যটন সংস্থা এই রেস্তরাঁ চালু হতে চলেছে। বিগত বছর থেকেই চলছে প্রস্তুতি। অধীর আগ্রহে পুরুলিয়াবাসী-সহ পর্যটকেরা রেস্তোরাঁর উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন। আগামী বছরের মধ্যেই এরোপ্লেন রেস্তোরাঁ চড়ার সুযোগ পেতে চলেছে সকলে।

advertisement

আরও পড়ুন: শান্তিনিকেতন পৌষমেলার আগেই বড় পদক্ষেপ বিশ্বভারতীর! ৪ গুরুত্বপূর্ণ জায়গায় নির্মিত হবে ঐতিহ্যবাহী ৪ তোরণ

এ বিষয়ে ওই বেসরকারি সংস্থার কর্ণধার সীতিশ সিনহা বলেন, “এই প্লেন রেস্তোরাঁ নিয়ে সকলেই খুব উৎসাহিত। বারে বারে আমাদের কাছে এই রেস্তোরাঁ উদ্বোধন নিয়ে প্রশ্ন আসে। রেস্তোরাঁর ভেতরের সমস্ত কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। কিন্তু বাইরের দিকের বেশ কিছু কাজ বাকি রয়েছে। যা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের উপর নির্ভরশীল। ‌সেই কারণে বেশ কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করা যাচ্ছে ২০২৬ সালের পুরুলিয়াবাসী বিমান রেস্তোরাঁর স্বাদ উপভোগ করতে পারবেন।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আরবের খেজুর চাষ করে নজির বসিরহাটের সিরাজুলের, দেখাচ্ছেন নতুন আয়ের দিশা!
আরও দেখুন

এয়ার ইন্ডিয়ার একটি পুরনো এয়ারবাস A-319 কে পুরুলিয়ায় আনা হয়েছে। তাকে সাজিয়েগুছিয়ে রেস্তরাঁর চেহারা দেওয়া হবে। এই বিমান রেস্তোরাঁ চালু হলে পুরুলিয়ার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে। যা পর্যটক সহ জেলার মানুষের কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন হয়ে উঠতে চলেছে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tourism: পুরুলিয়া পেতে চলেছে নতুন ডেস্টিনেশন, প্লেনে বসে হবে জমাটি খাওয়া-দাওয়া! ঢুঁ মারতে মুখিয়ে পর্যটক থেকে পুরুলিয়াবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল