TRENDING:

Chilapata Forest Trip: আমেরিকার মতো জঙ্গলের মধ্যে টেন্টে কাটান একরাত! চিলাপাতায় চূড়ান্ত অ্যাডভেঞ্চারের হাতছানি, না গেলে বড় মিস

Last Updated:

Chilapata Forest Trip: জঙ্গলে বেড়াতে এসে টেন্ট-এ থেকে বন ফায়ার জ্বেলে আনন্দ উপভোগের ইচ্ছে কার না হয়। এবারে আপনার এই ইচ্ছে পূরণ হবে চিলাপাতায় এসে। আমেরিকার টেন্ট ডুয়ার্সের পর্যটনে নতুন আকর্ষণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চিলাপাতা, অনন্যা দে: জঙ্গলে বেড়াতে এসে টেন্ট-এ থেকে বন ফায়ার জ্বেলে আনন্দ উপভোগের ইচ্ছে কার না হয়।এবারে আপনার এই ইচ্ছে পূরণ হবে চিলাপাতায় এসে। আমেরিকার টেন্ট ডুয়ার্সের পর্যটনে নতুন আকর্ষণ। ডুয়ার্স মানেই প্রকৃতির কোলে এক অনন্য অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতাকে আরও মনোরম করে তুলেছে আলিপুরদুয়ারের নতুন পর্যটন আকর্ষণ চিলাপাতা ডেন। এই পর্যটন কেন্দ্রটি ইতিমধ্যেই দেশ-বিদেশের ভ্রমণপিপাসুদের মন জয় করতে শুরু করেছে।
advertisement

আমেরিকার আধুনিক পর্যটন কনসেপ্ট অনুসারে নির্মিত এই গ্ল্যাম্পিং টেন্ট ডুয়ার্স ভ্রমণের এক নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চিলাপাতা জঙ্গল, জলদাপাড়া জাতীয় উদ্যানের অন্তর্গত। বরাবরই প্রকৃতি ও বন্যপ্রেমীদের কাছে আকর্ষণের কেন্দ্র। কিন্তু এবার সেই সৌন্দর্যের সঙ্গে যুক্ত হয়েছে টেন্ট-এ থাকার অভিজ্ঞতা। চিলাপাতা ডেনের প্রতিটি গ্ল্যাম্পিং টেন্ট হাউসে রয়েছে বিলাসবহুল সুযোগ-সুবিধা। আরামদায়ক বিছানা, আধুনিক বাথরুম, ২৪ ঘণ্টা বিদ্যুৎ, ওয়াই-ফাই, এমনকি বনভূমির মাঝে থেকেও নিরাপত্তার পূর্ণ ব্যবস্থা। সন্ধ্যা নামলেই টেন্টের সামনে আলোর আভায় ভেসে ওঠে বনাঞ্চল।  আর সেই সঙ্গে স্থানীয় লোকসঙ্গীতের তালে জমে ওঠে সাংস্কৃতিক আসর।

advertisement

আরও পড়ুনঃ বাগান-ব্যালকনি-ছাদে ফলবে কাঁড়ি কাঁড়ি ধনেপাতা, ফলানোর সহজ উপায় মানলে এক আঁটিও কিনতে হবে না

আরও পড়ুনঃ প্রচুর বেতনের চাকরির সুযোগ খড়গপুরে, MSc পাস হলে আজই আবেদন করুন, এক ক্লিকে জানুন খুঁটিনাটি

View More

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
আরও দেখুন

পর্যটন ব্যবসায়ী দিলীপ ওরাও-এর মতে, “ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে টেন্ট-এ থাকার অভিজ্ঞতা যুক্ত করাই ছিল আমাদের লক্ষ্য।” তাঁদের এই অভিনব চিন্তা আজ বাস্তবে রূপ নিয়েছে। ফলে এখন চিলাপাতা শুধুমাত্র বন্যপ্রাণী দেখার গন্তব্য নয়, বরং প্রকৃতির সান্নিধ্যে আরাম ও রোমাঞ্চ উপভোগের এক অনন্য জায়গা।প্রতিদিনই চিলাপাতা ডেনে আসছেন কলকাতা, দিল্লি, মুম্বই থেকে শুরু করে ইউরোপ ও আমেরিকার পর্যটকেরাও। তাঁরা সবাই মুগ্ধ এই টেন্ট সাফারির অভিজ্ঞতায়।স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। গ্রামের বহু মানুষ এখানে কাজের সুযোগ পাচ্ছেন, কেউ রিসর্ট ব্যবস্থাপনায়, কেউ গাইড হিসেবে, আবার কেউ স্থানীয় হস্তশিল্প ও খাদ্যসামগ্রী বিক্রিতে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Chilapata Forest Trip: আমেরিকার মতো জঙ্গলের মধ্যে টেন্টে কাটান একরাত! চিলাপাতায় চূড়ান্ত অ্যাডভেঞ্চারের হাতছানি, না গেলে বড় মিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল