Job Alert: প্রচুর বেতনের চাকরির সুযোগ খড়গপুরে, MSc পাস হলে আজই আবেদন করুন, এক ক্লিকে জানুন খুটিনাটি
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job Alert: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনকারীকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে।
খড়গপুর, রঞ্জন চন্দ: শুধুমাত্র স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন? আপনার বিষয় কি বায়োটেকনোলজি কিংবা জ্যুলজি? অথবা জীববিদ্যার বিভিন্ন বিষয় নিয়ে আপনি স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন? তবে দেরি নয়, আপনার জন্যে রয়েছে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ। গবেষণা সংক্রান্ত কাজের জন্য আইআইটি খড়গপুরের রয়েছে চাকরির সুযোগ। শুধুমাত্র কলেজ পাস করলেই এই চাকরির অফার দিচ্ছে প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর। ইতিমধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে আইআইটি খড়গপুর।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিশেষ এক প্রকল্পে গবেষণা সংক্রান্ত কাজের জন্য একজন প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রিসার্চ নিয়োগ করবে আইআইটি খড়গপুর। একটি শূন্যপদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে প্রতিষ্ঠান। আইআইটি সূত্রে খবর, বিশেষ এই প্রকল্পটি মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি আর্থিক সহযোগিতায় সম্পন্ন হবে। Analysis of Gut Microbiome and Metabolome in Women with Polycystic Ovary Syndrome(AWS) প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর। সেক্ষেত্রে আবেদনকারীর কোনও যোগ অভিজ্ঞতার প্রয়োজন নেই।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে এও জানান হয়েছে, স্নাতকোত্তর ডিগ্রি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় ফার্স্ট ক্লাস মার্কস জরুরি। বায়োটেকনোলজি, জুলজি কিংবা জীব বিদ্যার যেকোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই আবেদন জানাতে পারবেন গবেষণা সংক্রান্ত এই কাজের জন্য। আবেদনকারীর বয়স সীমা হতে হবে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে সাম্মানিক বাবদ ২১৫০০ টাকা বেতন দেওয়া হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য। আবেদনকারীকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৫। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তি দেখুন…
view commentsLocation :
Paschim Medinipur,West Bengal
First Published :
November 13, 2025 2:01 PM IST

