West Bengal Job Alert: লোভনীয় বেতন, পুরুলিয়ায় প্রচুর শূন্যপদে নিয়োগ, আইটিআই প্রশিক্ষিতদের জন্য বড় সুখবর

Last Updated:

West Bengal Job Alert: পুরুলিয়া আইটিআই কলেজের অ্যাপ্রেন্টিসশিপ মেলায় প্রথমবার জেলারই দুটি গুরুত্বপূর্ণ শিল্প সংস্থা অংশগ্রহণ করল ছাত্রছাত্রীদের হাতে কর্মসংস্থানের চাবিকাঠি তুলে দিতে।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার যুব সমাজের জন্য এক নতুন দিগন্তের সূচনা

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়ার যুব সমাজের জন্য এ যেন এক নতুন দিগন্তের সূচনা। আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। পুরুলিয়া জেলার রঘুনাথপুরে অবস্থিত পুরুলিয়া আইটিআই কলেজের ‘অ্যাপ্রেন্টিসশিপ মেলা’য় এবার প্রথমবার জেলারই দুটি গুরুত্বপূর্ণ শিল্প সংস্থা অংশগ্রহণ করল ছাত্রছাত্রীদের হাতে কর্মসংস্থানের চাবিকাঠি তুলে দিতে। দুটি শিল্প সংস্থা সাকম্বরী গ্রুপের ‘ইস্পাত দামোদর প্রাইভেট লিমিটেড’ এবং কুশল গ্রুপের ‘ভারত সিমেন্ট।’
এতদিন ধরে জেলার বাইরে গিয়ে চাকরির খোঁজ করতে হত আইটিআই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের। কিন্তু এবার নিজের জেলার মাটিতেই কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যুবক-যুবতীরা। আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কথা, “অ্যাপ্রেন্টিসশিপ মেলায় আগে যে সমস্ত শিল্প সংস্থাগুলো কাজের সুযোগ নিয়ে আসত সেগুলো সব বাইরের। কিন্তু এবার পুরুলিয়া জেলার নিজস্ব সংস্থাগুলো এগিয়ে আসছে, এটা আমাদের জন্য সত্যিই গর্বের ও আনন্দের বিষয়।”
advertisement
advertisement
পুরুলিয়া আইটিআই কলেজের ডেপুটি ডিরেক্টর অভিজিৎ কুন্ডু জানান, “কলেজের অ্যাপ্রেন্টিসশিপ মেলায় মোট ১৪টি শিল্প সংস্থা অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীদের চাকরির সুযোগ দিতে। পাঁচটি পশ্চিমবঙ্গের শিল্প প্রতিষ্ঠান, যার মধ্যে দুটি পুরুলিয়ার। আমাদের কাছে এটি অত্যন্ত আনন্দের বিষয় যে জেলার নিজস্ব শিল্প সংস্থাগুলি এখন পুরুলিয়ার আইটিআই শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দিতে এগিয়ে আসছে।” এই উদ্যোগের ফলে একদিকে যেমন জেলার যুবসমাজের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে, তেমনই অন্যদিকে পুরুলিয়ার শিল্পোন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Job Alert: লোভনীয় বেতন, পুরুলিয়ায় প্রচুর শূন্যপদে নিয়োগ, আইটিআই প্রশিক্ষিতদের জন্য বড় সুখবর
Next Article
advertisement
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে, বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক
  • রোম্যান্স আর অ্যাকশনকে মিশিয়েছেন এক খাতে

  • রইল বলিউডের ‘হি-ম্যান’ ধর্মেন্দ্রর যাত্রাপথের ঝলক

  • ধর্মেন্দ্রর কেরিয়ার

VIEW MORE
advertisement
advertisement