TRENDING:

ভারী লেপ-কম্বলে ঠাসাঠাসি ঘর? আলমারি উপচে পড়ছে? কাজে লাগান এই ৫টি 'স্মার্ট স্টোরেজ ট্রিক'

Last Updated:
শীতের মরসুম কাটলেই বাড়ির আলমারি হঠাৎ করেই ছোট হয়ে আসে। ভারী লেপ, কম্বল আর কাঁথায় ভরে যায় তাক, ফলে দৈনন্দিন জামাকাপড় রাখার জায়গা নিয়ে শুরু হয় টানাপড়েন। ঠিকমতো না রাখলে আবার স্যাঁতসেঁতে ভাব, দুর্গন্ধ কিংবা পোকামাকড়ের ঝামেলাও দেখা দেয়। তবে কয়েকটি সহজ কিন্তু বুদ্ধিদপ্ত স্টোরেজ কৌশল মেনে চললে অল্প জায়গাতেই গুছিয়ে রাখা যায় শীতের এই ভারী সামগ্রী।
advertisement
1/9
ভারী লেপ-কম্বলে ঠাসাঠাসি ঘর? আলমারি উপচে পড়ছে? কাজে লাগান এই ৫টি 'স্মার্ট স্টোরেজ ট্রিক'
শীতকালে ভারী লেপ আর কম্বল যেমন ভরসা, গরম পড়তেই সেগুলো সংরক্ষণ করাই বড় ঝামেলা হয়ে দাঁড়ায়। ছোট আলমারিতে এই ভারী কম্বল-লেপ রাখলে প্রায় সব জায়গাই দখল হয়ে যায়, দৈনন্দিন জামাকাপড় রাখার জায়গা থাকে না। উপরন্তু ভুলভাবে রাখলে স্যাঁতসেঁতে ভাব বা দুর্গন্ধের সমস্যাও দেখা দেয়। তবে কিছু বুদ্ধিদীপ্ত স্টোরেজ কৌশল মেনে চললে অল্প জায়গাতেই সুন্দরভাবে রাখা সম্ভব এই শীতের সামগ্রী।
advertisement
2/9
শীত শেষ হলেই বাড়ির মহিলাদের বা গৃহস্থালির কাজে যুক্তদের সবচেয়ে বড় চিন্তা হয় লেপ-কম্বল কোথায় রাখবেন। অনেক সময় দেখা যায়, আলমারির প্রায় ৭০ শতাংশ জায়গাই দখল করে ফেলে এই ভারী জিনিসগুলি। কিন্তু কয়েকটি সহজ ট্রিক মানলে ছোট ওয়ার্ডরোবেও জায়গা বাঁচিয়ে গুছিয়ে রাখা যায়।
advertisement
3/9
১. আলমারিতে জায়গা কম থাকলে ভ্যাকুয়াম স্টোরেজ ব্যাগ সবচেয়ে ভালো সমাধান। লেপ বা কম্বল ব্যাগে ঢুকিয়ে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে বাতাস বের করে দিলে এর আকার প্রায় ৭০ শতাংশ পর্যন্ত কমে যায়। দেখতে প্রায় পাতলা চাদরের মতো হয়ে যায়। এতে জায়গা বাঁচে, আবার ধুলো ও আর্দ্রতা থেকেও সুরক্ষিত থাকে।
advertisement
4/9
২. অনেকে লেপ-কম্বল দু’তিন বার ভাঁজ করে রাখেন, এতে বেশি জায়গা লাগে। তার বদলে শক্ত করে রোল বা বান্ডিল করে নিন। এভাবে রাখলে কম জায়গা নেয় এবং আলমারির কোণে বা তাকের উপর উলম্বভাবে সাজিয়ে রাখা যায়।
advertisement
5/9
৩.  দামি অর্গানাইজার কিনতে না চাইলে বাড়িতে থাকা বড় সাইজের সুতি বালিশের কভার ব্যবহার করুন। পাতলা লেপ বা একক কম্বল ভাঁজ করে কভারের মধ্যে ঢুকিয়ে রাখুন। এতে দেখতে গোছানো থাকবে এবং একটার উপর একটা সহজে সাজানো যাবে।
advertisement
6/9
৪.  আলমারি ভরে গেলে খাটের নীচের জায়গা কাজে লাগান। বাজারে কম উচ্চতার প্লাস্টিক বা কাপড়ের আন্ডার-বেড স্টোরেজ ব্যাগ বা বক্স পাওয়া যায়, যেগুলো সহজেই খাটের নীচে ঢুকিয়ে রাখা যায়।
advertisement
7/9
৫. আলমারির তাকের মধ্যে শেলফ ডিভাইডার লাগালে একটি তাককে দু’ভাগে ভাগ করা যায়। বড় কাপড়ের ঝুড়ির মধ্যে লেপ-কম্বল রাখলে আলমারি দেখতে পরিষ্কার থাকে এবং একটি তুলতে গিয়ে অন্যগুলো এলোমেলো হয় না।
advertisement
8/9
লেপ-কম্বল সংরক্ষণের আগে ৩–৪ ঘণ্টা রোদে ভাল করে শুকিয়ে নিন, যাতে স্যাঁতসেঁতে ভাব না থাকে। পোকামাকড় থেকে বাঁচাতে শুকনো নিমপাতা বা ন্যাফথালিন ছোট সুতি কাপড়ে বেঁধে কম্বলের মাঝে রাখলে ভাল ফল পাওয়া যায়।
advertisement
9/9
গোছানো ঘর শুধু দেখতে ভালো নয়, দৈনন্দিন কাজও সহজ করে তোলে। এই স্মার্ট স্টোরেজ ট্রিকগুলি মেনে চললে আলমারির প্রতিটি কোণ কাজে লাগিয়ে শীতের ভারী লেপ-কম্বল পরের শীত পর্যন্ত নিশ্চিন্তে রেখে দিতে পারবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ভারী লেপ-কম্বলে ঠাসাঠাসি ঘর? আলমারি উপচে পড়ছে? কাজে লাগান এই ৫টি 'স্মার্ট স্টোরেজ ট্রিক'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল