TRENDING:

গুগলে ২৪ ঘণ্টায় 'কতবার' Search করা হয় জানেন...? চমকে দেবে 'স্ট্যাটিস্টিক্স'!

Last Updated:
Google Search: আপনি কি কখনও ভেবে দেখেছেন যে গুগলে দিনে ঠিক কতবার সার্চ করা হয়? যদি আপনি কখনও এই নিয়ে অনুসন্ধান করে থাকেন, বা ভেবে থাকেন তাহলে চলুন আজ এই প্রতিবেদনটিতে আপনাকে শেয়ার করব সেই অবাক করা তথ্য।
advertisement
1/10
গুগলে ২৪ ঘণ্টায় 'কতবার' Search করা হয় জানেন...? চমকে দেবে 'স্ট্যাটিস্টিক্স'!
'গুগল' আজকাল যে কোনও মানুষের বেস্ট ফ্রেন্ড হয়ে উঠেছে। পৃথিবীর যে কোনও প্রান্তে, যখনই কারও কোন তথ্য জানার প্রয়োজন হয়, তখনই আমরা হাতের নাগালে থাকা ফোন বা ল্যাপটপে গুগল সার্চ দিই।
advertisement
2/10
ছোট হোক বা বড়, সার্চ ইঞ্জিন গুগলের দিকে ঝুঁকে পড়ে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। বিশ্বাস করা হয় যে পৃথিবীর যে কোনও কিছুর উত্তর গুগলেই পাওয়া যায়।
advertisement
3/10
পড়াশোনা থেকে শুরু করে খাবার-দাবার, রান্না থেকে শুরু করে বিমান তৈরির তথ্য, ছোট-বড় ​​প্রায় সব তথ্যই আমরা গুগল সার্চ দিয়ে চটপট পেয়ে যাই মুহূর্তের মধ্যে। এই কারণেই গুগলকে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন বলা হয়।
advertisement
4/10
কিন্তু আপনি কি কখনও ভেবে দেখেছেন যে গুগলে দিনে ঠিক কতবার সার্চ করা হয়? যদি আপনি কখনও এই নিয়ে অনুসন্ধান করে থাকেন, বা ভেবে থাকেন তাহলে চলুন আজ এই প্রতিবেদনটিতে আপনাকে শেয়ার করব সেই অবাক করা তথ্য।
advertisement
5/10
আপনিও হয়ত সোশ্যাল মিডিয়ায় গুগল সম্পর্কে অনেক মজার মজার তথ্য পড়েছেন ইতিমধ্যেই। কিন্তু আজ আমরা আপনাকে এর সঙ্গে সম্পর্কিত একটি খুবই অবাক করা তথ্য সম্পর্কে বলতে যাচ্ছি। যা আপনি না জানলে 'আন্দাজ' পর্যন্ত করতে পারবেন না।
advertisement
6/10
গুগল কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে?প্রকৃতপক্ষে, গুগল আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে কারণ এটি বিশ্ব সম্পর্কে নানাবিধ জরুরি তথ্য মাত্র এক ক্লিকেই দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।
advertisement
7/10
এর ফলে গুগল সার্চের মাধ্যমে তথ্য অনুসন্ধান করা, ম্যাপ দেখা এবং যোগাযোগ করা এক মুহূর্তের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সহজ কথায়, গুগল কেবল একটি সার্চ ইঞ্জিনই নয় বরং ১৫০ টিরও বেশি ভাষায় উপলব্ধ একটি 'প্রযুক্তি-সঙ্গী' হয়ে উঠেছে প্রত্যেক মানুষের জীবনে।
advertisement
8/10
গুগলে দিনে কতবার অনুসন্ধান করা হয়?এই প্রশ্নের উত্তর অসংখ্য প্রতিবেদনে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে explodingtopics। এদের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে প্রতিদিন গুগলে প্রায় ১৬.৪ বিলিয়ন 'সার্চ' হয় বা প্রায় ১৬.৪ বিলিয়ন অনুসন্ধান করা হয়।
advertisement
9/10
এখানেই সেশন নয়, এই প্রতিবেদনে দাবি করা হয়, "গুগল প্রতি সেকেন্ডে ১৮৯,৮১৫টি অনুসন্ধান ফলাফল বা রেজাল্ট প্রসেস করে। নাইজেরিয়ায় অনুসন্ধান ট্র্যাফিকের সবচেয়ে বড় অংশ গুগলের, ৯৮.৬৯%।
advertisement
10/10
গুগলের মোট ট্র্যাফিকের ২০.৯৮% মার্কিন যুক্তরাষ্ট্রে সার্চ করা হয়। সার্চ ইঞ্জিনগুলির মধ্যে গুগলের বিশ্বব্যাপী বাজারের অংশ ৮৯.৫৭%। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে গুগলের ওয়েবসাইট প্রতি মাসে ১০১.৩ বিলিয়ন ভিজিট পায়, যার মধ্যে ৫.৮ বিলিয়ন 'ইউনিক' ইউজার। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে গুগলের তরফে এই বিষয়ে কোনও সরকারি পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
গুগলে ২৪ ঘণ্টায় 'কতবার' Search করা হয় জানেন...? চমকে দেবে 'স্ট্যাটিস্টিক্স'!
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল