Murshidabad News: ১০০ বছরের ইতিহাস এক ফ্রেমে বাঁধল পড়ুয়ারা, মডেলেই যেন জীবন্ত উত্তম কুমার! আবেগের জোয়ারে ভাসছে এলাকা
- Reported by:Koushik Adhikary
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Murshidabad News: বর্তমান সমাজ ও ছাত্র ছাত্রীদের কাছে উত্তম কুমারকে স্মরণে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ বহরমপুরে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: বর্তমানে দেব বা প্রসেনজিৎ-এর সিনেমা দেখেন যুব সমাজ। কিন্তু বাংলার এক সময় গৌরবজ্বল সিনেমা ছিল উত্তম কুমারের। তাই বর্তমান সমাজ ও ছাত্র ছাত্রীদের কাছে উত্তম কুমারকে স্মরণে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ বহরমপুরে। জানা গিয়েছে, ১০০ বছরকে স্মরণীয় রাখতেই শতবর্ষের আলোকে একটি মডেল প্রদর্শনী তৈরি করা হল।
বহরমপুর কলেজের উদ্যোগে কয়েক জন পড়ুয়ার হাতে তৈরি হয়েছে এক মডেল। যেখানে ছোট ছোট মডেল হিসেবে তৈরি করা হয়েছে উত্তম কুমারকে। ক্যামেরা থেকে উত্তম কুমারের বিভিন্ন সময়ের সিনেমা। এমনকি আছে দেশের সুতো টানা চরকা থেকে ১০০ বছরে পা দেওয়া হকি ও ভারতীয় রেল। সমস্ত কিছুই ছাত্র ছাত্রীরা তারা উপস্থাপনা করছেন দর্শকদের কাছে বহরমপুর ওয়াই এম এ মাঠে।
advertisement
আরও পড়ুন: ক্যানিংয়ের রাস্তায় কেনিয়া-ঘানার দৌড়বিদ, ম্যারাথনে ১০ কিমি ছুটলেন ভিন্নভাবে সক্ষম যোদ্ধারাও! দেখে আপ্লুত সবাই
বহরমপুর কলেজের ছাত্র ছাত্রীরা জানিয়েছেন, মানব সভ্যতার ইতিহাসে চাকার আবিষ্কারের সঙ্গে সঙ্গে সভ্যতা দ্রুতগতিতে এগিয়ে যেতে শুরু করে। এই গতি নতুন দিশা পায় ১৮২৫ সালের সেপ্টেম্বর মাসে, যখন বিশ্বের প্রথম ট্রেন যাত্রা শুরু করে। সেই ধারাবাহিকতায় ২৮ বছর পর অর্থাৎ ১৮৫৩ সালের ১৬ এপ্রিল, ভারতেও প্রথমবার ট্রেন চলাচল শুরু হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর ৭২ বছর পর অর্থাৎ ৩ ফেব্রুয়ারি ১৯২৫, ভারতীয় রেল ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে, যখন প্রথমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস থেকে কুরলা পর্যন্ত বিদ্যুৎচালিত ট্রেনের যাত্রা শুরু হয়। আর সেটাই তুলে ধরা হয়েছে এখানে। এছাড়াও উত্তম কুমারের বিভিন্ন সিনেমা যা এখন ছাত্র ছাত্রীরা অনেকেই জানে না, বাংলার সিনেমা জগৎ এর মহানায়ক উত্তম কুমারের অবদান তুলে ধরা হয়েছে।
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Jan 30, 2026 5:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ১০০ বছরের ইতিহাস এক ফ্রেমে বাঁধল পড়ুয়ারা, মডেলেই যেন জীবন্ত উত্তম কুমার! আবেগের জোয়ারে ভাসছে এলাকা









