advertisement

South 24 Parganas News: ক্যানিংয়ের রাস্তায় কেনিয়া-ঘানার দৌড়বিদ, ম্যারাথনে ১০ কিমি ছুটলেন ভিন্নভাবে সক্ষম যোদ্ধারাও! দেখে আপ্লুত সবাই

Last Updated:

South 24 Parganas News: ক্যানিংয়ের ম্যারাথন মঞ্চে সাহসের জয়, অংশ নিলেন বিশেষভাবে সক্ষম অ্যাথলিটরা। হাজির বিদেশের প্রতিযোগীরা।

+
ম্যারাথন

ম্যারাথন মঞ্চে সাহসের জয়

ক্যানিং, সুমন সাহা: ক্যানিংয়ে আয়োজিত ‘ক্যানিং পশ্চিম এমএলএ গোল্ড ম্যারাথন’ শুধু ক্রীড়া প্রতিযোগিতা নয়, মানবিক শক্তি ও অদম্য ইচ্ছাশক্তির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠল। তালদি গ্রাম পঞ্চায়েতের রাজাপুর মোড় থেকে ক্যানিং নতুন বাস টার্মিনাল পর্যন্ত ১০ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনে অংশ নেন প্রায় দুই হাজার প্রতিযোগী। তাঁদের মধ্যেই বিশেষ নজর কাড়েন প্রায় দশজন বিশেষভাবে সক্ষম দৌড়বিদ।
যাঁরা শারীরিক প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে সাহসিকতার সঙ্গে দৌড় সম্পূর্ণ করার লক্ষ্যে নামেন। ম্যারাথনের সূচনা করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। উপস্থিত ছিলেন ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস, একাধিক পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির প্রতিনিধি এবং জেলা পরিষদের সদস্যরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তবে সব আয়োজনের মধ্যেও বিশেষভাবে সক্ষম প্রতিযোগীদের অংশগ্রহণই এদিনের অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে। দর্শকদের হাততালি, উল্লাস আর উৎসাহের মধ্য দিয়ে একে একে দৌড় শুরু করেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকের আগে নজিরবিহীন ব্যবস্থা বন দফতরের, জঙ্গলের রাস্তায় থাকবে ৪০ গাড়ির কনভয়! পরীক্ষার্থীদের ‘নো টেনশেন’
কারও কৃত্রিম অঙ্গ, কারও চলাফেরায় সীমাবদ্ধতা তবুও মুখে ছিল দৃঢ় প্রত্যয়ের ছাপ। উপস্থিত বহু মানুষ বলেন, এই দৌড় শুধু প্রতিযোগিতা নয়, জীবনের লড়াইকে জয় করার এক প্রতীক। এই ম্যারাথনে পশ্চিমবঙ্গ ছাড়াও গুজরাট, বিহার, ওড়িশা, মধ্যপ্রদেশসহ বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগীরা অংশ নেন। এছাড়াও কেনিয়া থেকে তিনজন এবং ঘানা থেকে একজন অ্যাথলিট এই দৌড়ে সামিল হন। মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আনুমানিক দুই হাজার, যার মধ্যে প্রায় দেড় হাজার পুরুষ প্রতিযোগী।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিধায়ক পরেশ রাম দাস বলেন, “বিশেষভাবে সক্ষম প্রতিযোগীদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করে। এই ম্যারাথন কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি মানুষের মানসিক শক্তি ও ইচ্ছাশক্তির উদযাপন।” তিনি জানান, মোট ৮০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে এবং সকল ফিনিশারকে দেওয়া হবে অংশগ্রহণের সার্টিফিকেট। পুরস্কারের মোট অর্থমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। সব মিলিয়ে ক্যানিংয়ের এই ম্যারাথন প্রমাণ করল শরীর নয়, মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। বিশেষভাবে সক্ষম দৌড়বিদদের সাহসিক উপস্থিতি এদিনের ক্রীড়া উৎসবকে সত্যিই স্মরণীয় করে রাখল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: ক্যানিংয়ের রাস্তায় কেনিয়া-ঘানার দৌড়বিদ, ম্যারাথনে ১০ কিমি ছুটলেন ভিন্নভাবে সক্ষম যোদ্ধারাও! দেখে আপ্লুত সবাই
Next Article
advertisement
West Bengal Weather Update: দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
দার্জিলিংয়ে তুষারপাত ! দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে
  • দার্জিলিংয়ে তুষারপাত !

  • দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত না-ফিরলেও সকালের দিকে কুয়াশার দাপট চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement