Madhyamik Exam 2026: মাধ্যমিকের আগে নজিরবিহীন ব্যবস্থা বন দফতরের, জঙ্গলের রাস্তায় থাকবে ৪০ গাড়ির কনভয়! পরীক্ষার্থীদের 'নো টেনশেন'
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Madhyamik Exam 2026: জলপাইগুড়ি, গরুমারা ও বৈকুণ্ঠপুর ডিভিশনের পরীক্ষার্থীরা এবার বন্যপ্রাণীর ভয় ছাড়াই নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: গভীর জঙ্গল পেরিয়ে পরীক্ষা কেন্দ্র! বন্য প্রাণের ভয় মাথায় নিয়ে নয় এবার পরীক্ষা হবে নিশ্চিন্তে। বনদফতরের উদ্যোগে স্বস্তি জঙ্গল লাগোয়া বনবস্তির পরীক্ষার্থীদের। সামনে মাধ্যমিক পরীক্ষা। আর জঙ্গল পথ পেরিয়ে রয়েছে ডুয়ার্সের বেশ কিছু পরীক্ষাকেন্দ্র। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদ যাত্রায় বিশেষ উদ্যোগ নিল বন দফতর। মাধ্যমিক পরীক্ষা মানেই টেনশন, চাপ আর ভবিষ্যতের স্বপ্ন।
আর সেই পরীক্ষায় বসতে যদি প্রতিদিন জঙ্গল পেরিয়ে যেতে হয়, তা হলে আতঙ্ক আরও বেড়ে যায়।জলপাইগুড়ি জেলার জঙ্গলঘেরা একাধিক এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এবার বিশেষ উদ্যোগ নিল বন দফতর। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে ও ফেরার পথে কোনও রকম সমস্যায় পড়তে না হয়, সেই লক্ষ্যেই বন দফতরের পক্ষ থেকে যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। গরুমারা ডিভিশনে প্রায় ৪০টি গাড়ি ব্যবহার করা হবে বলে জানিয়েছেন গরুমারা ডিভিশনের ডিএফও দ্বিজপ্রতিম সেন।
advertisement
আরও পড়ুন: ওটিটি-ইউটিউবকে চ্যালেঞ্জ, ‘ক্ষুদিরামের’ গল্পে চোখের জল ধরে রাখতে পারলেন না দর্শকরা! লোকশিল্পের কামব্যাকে উপচে পড়া ভিড়
পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহার হবে প্রায় ২০ থেকে ২৫ টি গাড়ি এবং জরুরী কালীন পরিস্থিতিতে বন কর্মীদের যাতায়াতের জন্য ব্যবহার করা হবে ১০ থেকে ১৫ টি গাড়ি। তিনি জানান, বিগত বছরগুলিতে জঙ্গলপথে যাতায়াত করতে গিয়ে পরীক্ষার্থীদের নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। কখনও বন্যপ্রাণীর আতঙ্ক, কখনও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঝুঁকি। সবমিলিয়ে পরীক্ষার দিনগুলি ছিল দুশ্চিন্তার। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগেভাগে পরিকল্পনা করে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বনদফতরের তরফে বিভিন্ন বনবস্তির পরীক্ষার্থীদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোনও এলাকা থেকে কতজন পরীক্ষার্থী, তাদের নাম, ফোন নম্বর রাখা হয়েছে এবং কোন পথে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব, সবকিছু খতিয়ে দেখে নির্দিষ্ট পরিকল্পনা করা হয়েছে। জলপাইগুড়ি ডিভিশন, গরুমারা ডিভিশন ও বৈকুণ্ঠপুর ডিভিশনের বহু পরীক্ষার্থী প্রতিদিন জঙ্গলপথ ব্যবহার করে কেন্দ্রে যাতায়াত করে। পরীক্ষার দিনগুলিতে এই সমস্ত এলাকায় বাড়তি নজরদারিও রাখা হবে বলে জানানো হয়েছে। বন দফতরের এই মানবিক উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা। নিরাপত্তার নিশ্চয়তায় নিশ্চিন্ত মনেই এবার পরীক্ষায় বসতে পারবে জঙ্গলঘেরা এলাকার পড়ুয়ারা। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 30, 2026 3:09 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam 2026: মাধ্যমিকের আগে নজিরবিহীন ব্যবস্থা বন দফতরের, জঙ্গলের রাস্তায় থাকবে ৪০ গাড়ির কনভয়! পরীক্ষার্থীদের 'নো টেনশেন'








