advertisement

Shantiniketan Tourism: রাঙামাটির করচা, সবুজের শামিয়ানা...শান্তিনিকেতনে এলে যে ৫ জায়গা মিস করা চলবে না

Last Updated:
খোয়াই, কোপাই থেকে সৃজনী শিল্পগ্রাম... শান্তিনিকেতনে যে জায়গাগুলো না দেখলে বড় মিস
1/6
বীরভূম,সৌভিক রায়: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। পর্যটকেরা এখানে আসেন শান্তির খোঁজে। রইল বোলপুরের শান্তিনিকেতনের সব থেকে আকর্ষণীয় ৫ জায়গার হদিশ।
বীরভূম,সৌভিক রায়: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন। পর্যটকেরা এখানে আসেন শান্তির খোঁজে। রইল বোলপুরের শান্তিনিকেতনের সব থেকে আকর্ষণীয় ৫ জায়গার হদিশ।
advertisement
2/6
কোপাই নদী: ময়ূরাক্ষী নদীর একটি উপনদী কোপাই নদী। শান্তিনিকেতনের পাশ দিয়ে নিজের মনে প্রবাহিত এই নদী। আপনি যদি একান্তই শান্তির খোঁজে আসেন, তা হলে অবশ্যই সন্ধার দিকে হাতে এক কাপ গরম চা নিয়ে নদীর জলের শীতল হাওয়া অনুভব করতে পারেন।
কোপাই নদী: ময়ূরাক্ষী নদীর একটি উপনদী কোপাই নদী। শান্তিনিকেতনের পাশ দিয়ে নিজের মনে প্রবাহিত এই নদী। আপনি যদি একান্তই শান্তির খোঁজে আসেন, তা হলে অবশ্যই সন্ধার দিকে হাতে এক কাপ গরম চা নিয়ে নদীর জলের শীতল হাওয়া অনুভব করতে পারেন।
advertisement
3/6
বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কিলোমিটার ৩ দূরেই বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য এবং হরিণ উদ্যান। চারধারে সবুজ গাছ গাছালির মাঝে খুঁজে পাবেন কয়েকশো হরিণ।
বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কিলোমিটার ৩ দূরেই বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য এবং হরিণ উদ্যান। চারধারে সবুজ গাছ গাছালির মাঝে খুঁজে পাবেন কয়েকশো হরিণ।
advertisement
4/6
বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। দূরদূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এই হাটে, সারাটা দিন কাটান। এই হাটে মেলে বিভিন্ন শিল্পীদের নিজের হাতের তৈরি শিল্পকলা ও শিল্পসামগ্রী। এছাড়াও পর্যটকেরা এই হাটে বাউল গানের তালে তাল মিলিয়ে মেতে ওঠেন নাচে।
বর্তমানে পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় জায়গা বোলপুর শান্তিনিকেতনের সোনাঝুরির হাট। দূরদূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এই হাটে, সারাটা দিন কাটান। এই হাটে মেলে বিভিন্ন শিল্পীদের নিজের হাতের তৈরি শিল্পকলা ও শিল্পসামগ্রী। এছাড়াও পর্যটকেরা এই হাটে বাউল গানের তালে তাল মিলিয়ে মেতে ওঠেন নাচে।
advertisement
5/6
 সৃজনী শিল্পগ্রামে যাওয়ার পথে পড়বে আম্বেদকর বৌদ্ধ কল্যাণ মিশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা বুদ্ধ স্তূপ। এই বিশাল বুদ্ধ মূর্তি অবশ্যই আপনার ভ্রমণের এক সেরা ডেস্টিনেশন।
সৃজনী শিল্পগ্রামে যাওয়ার পথে পড়বে আম্বেদকর বৌদ্ধ কল্যাণ মিশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা বুদ্ধ স্তূপ। এই বিশাল বুদ্ধ মূর্তি অবশ্যই আপনার ভ্রমণের এক সেরা ডেস্টিনেশন।
advertisement
6/6
 শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সৃজনী শিল্প গ্রাম। মূলত পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম। এই কমপ্লেক্সটি ২৬ বিঘা জমি জুড়ে বিস্তৃত। ইজেডসিসি-র সদস্য রাষ্ট্র অসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের নয়টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে নয়টি জাদুঘর রয়েছে।
শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ সৃজনী শিল্প গ্রাম। মূলত পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম। এই কমপ্লেক্সটি ২৬ বিঘা জমি জুড়ে বিস্তৃত। ইজেডসিসি-র সদস্য রাষ্ট্র অসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কেন্দ্রশাসিত অঞ্চলের নয়টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে নয়টি জাদুঘর রয়েছে।
advertisement
advertisement
advertisement