অবশেষে রামপুরহাট ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষে থেকে চালু হল দ্বারকা নদীতে নৌকা পরিষেবা। এর ফলে সুবিধা পাবেন দ্বারকা নদীর আশেপাশের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষজন। কয়েকদিন আগেই সাধারণ মানুষের পারাপারের জন্য রামপুরহাট দুই নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয় কিন্তু সেটি জলস্রোতে ভেসে যাওয়ায় ফের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
কার্যত মাড়গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল নদীর ওপারে অবস্থিত বাতিনা, রানাপুর, সরলপুর সহ বেশ কয়েকটি গ্রামের সঙ্গে। প্রায় প্রত্যেক দিনই সাধারণ মানুষজনদের মাড়গ্রামে আসতে হয়, কারণ মাড়গ্রামে রয়েছে রামপুরহাট ২ নম্বর ব্লক অফিস, পঞ্চায়েত সমিতি, বিদ্যুৎ দফতর এর অফিস,থানা সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা ও প্রশাসনিক দফতর।
আরও পড়ুনহঠাৎ বজ্রপাত, মাঠে থাকা দুই কিশোর লুটিয়ে পড়ল মাটিতে, শোনা গেল ভয়ঙ্কর আর্তনাদ! তারপর…
পাশাপাশি রয়েছে বড় বাজার। মাড়গ্রামে দ্বারকা নদীতে ব্রিজ না থাকার ফলে সাধারণ মানুষদের কখনও অস্থায়ী বাঁশের সেতুর মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় আবার নদীতে জল বাড়লে নৌকার উপরে ভরসা করতে হয়। বিশেষ করে বর্ষাকালে জল বাড়লে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের তখন তাদের রামপুরহাট হয়ে ঘুরপথে আসতে হয় যার ফলে সময় ও টাকা ব্যায় হয় অনেকটা। আর এর ফলে সাধারণ মানুষের কথা চিন্তা করে শুরু হলও নৌকা নিয়ে পারাপার। এই কারণে অনেকটা উপকৃত হবেন সাধারণ মানুষ।
সৌভিক রায়