TRENDING:

Tarapith Boat Service: তারাপীঠের ঐতিহ্যবাহী দ্বারকা নদীতে শুরু নৌকা পরিষেবা, আপনি কী সুবিধা পাবেন?

Last Updated:

বিশেষ করে বর্ষাকালে জল বাড়লে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের তখন তাদের রামপুরহাট হয়ে ঘুরপথে আসতে হয় যার ফলে সময় ও টাকা ব্যায় হয় অনেকটা। আর এর ফলে সাধারণ মানুষের কথা চিন্তা করে শুরু হলও নৌকা নিয়ে পারাপার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: বিগত বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ জুড়ে কখনও ভারী এবং কখনও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। আর এই দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমে কয়েকদিনের দফায় দফায় বৃষ্টিপাতের জেরে ফের দ্বারকা নদীতে জলস্তর বেড়ে যাবার ফলে ভেসে যায় বাঁশের তৈরি অস্থায়ী সেতু। আর সেই সেতু ভেঙে যাওয়ার ফলে এই গ্রামে প্রায় ৫০ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গন্তব্যস্থলে পৌঁছতে যেতে হয় অতিরিক্ত বেশ কয়েক কিলোমিটার দূর রাস্তা ঘুরে।
advertisement

অবশেষে রামপুরহাট ২ নম্বর ব্লক প্রশাসনের পক্ষে থেকে চালু হল দ্বারকা নদীতে নৌকা পরিষেবা। এর ফলে সুবিধা পাবেন দ্বারকা নদীর আশেপাশের বিভিন্ন গ্রামের সাধারণ মানুষজন। কয়েকদিন আগেই সাধারণ মানুষের পারাপারের জন্য রামপুরহাট দুই নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হয় কিন্তু সেটি জলস্রোতে ভেসে যাওয়ায় ফের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন সাধারণ মানুষ।

advertisement

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”

কার্যত মাড়গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল নদীর ওপারে অবস্থিত বাতিনা, রানাপুর, সরলপুর সহ বেশ কয়েকটি গ্রামের সঙ্গে। প্রায় প্রত্যেক দিনই সাধারণ মানুষজনদের মাড়গ্রামে আসতে হয়, কারণ মাড়গ্রামে রয়েছে রামপুরহাট ২ নম্বর ব্লক অফিস, পঞ্চায়েত সমিতি, বিদ্যুৎ দফতর এর অফিস,থানা সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গা ও প্রশাসনিক দফতর।

advertisement

View More

আরও পড়ুনহঠাৎ বজ্রপাত, মাঠে থাকা দুই কিশোর লুটিয়ে পড়ল মাটিতে, শোনা গেল ভয়ঙ্কর আর্তনাদ! তারপর…

পাশাপাশি রয়েছে বড় বাজার। মাড়গ্রামে দ্বারকা নদীতে ব্রিজ না থাকার ফলে সাধারণ মানুষদের কখনও অস্থায়ী বাঁশের সেতুর মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় আবার নদীতে জল বাড়লে নৌকার উপরে ভরসা করতে হয়। বিশেষ করে বর্ষাকালে জল বাড়লে সমস্যায় পড়তে হয় স্থানীয়দের তখন তাদের রামপুরহাট হয়ে ঘুরপথে আসতে হয় যার ফলে সময় ও টাকা ব্যায় হয় অনেকটা। আর এর ফলে সাধারণ মানুষের কথা চিন্তা করে শুরু হলও নৌকা নিয়ে পারাপার। এই কারণে অনেকটা উপকৃত হবেন সাধারণ মানুষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Tarapith Boat Service: তারাপীঠের ঐতিহ্যবাহী দ্বারকা নদীতে শুরু নৌকা পরিষেবা, আপনি কী সুবিধা পাবেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল