কোন কোন পদে নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে –
১) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার – এই পদে মোট চাকরি প্রার্থী নেওয়া হবে মোট ৬১ জন।
২) জুনিয়র এক্সিকিউটিভ – এই পদে মোট ৫২ জন প্রার্থী নেওয়া হবে।
৩) অফিস এক্সিকিউটিভ – এই পদে মোট ৬০ জন প্রার্থী নেওয়া হবে।
৪) টেকনিশিয়ান তিন নম্বর গ্রেড – এই পদে মোট চাকরি প্রার্থী নেওয়া হবে মোট ২৫ জন।
advertisement
আরও পড়ুনঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকায়, এখন থেকে ঘুম উড়েছে কাকদ্বীপের! কারণ শুনলে চোখে জল আসবে
কিভাবে আবেদন করা যাবে :
যেই সমস্ত চাকরি প্রার্থীরা এই পদ গুলিতে আবেদন করতে আগ্রহী ও যোগ্য তাদের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন জানতে হবে। নিচে প্রদান করা অনলাইন আবেদন লিংকে ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারবেন।
আবেদন করার জন্য ধার্য্য মূল্য :
এই পদ গুলিতে আবেদন করতে চাইলে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেই আবেদনের জন্য ধার্য্য মূল্য জমা করতে হবে। শুধুমাত্র সাধারণ শ্রেণির ও ওবিসিদের অনলাইন আবেদনের ধার্য্য মূল্য জমা করতে হবে। বাকি সংরক্ষিতদের জন্য কোনো আবেদনের ধার্য্য মূল্য জমা নেওয়া হবে না। এক্ষেত্রে বিভিন্ন পদ গুলির জন্য যথাক্রমে ৩০০ ও ৪০০ টাকা ধার্য্য আবেদন মূল্য জমা করতে হবে। অনলাইন প্রক্রিয়ার Credit Card, Debit Card কিংবা Net Banking এর মাধ্যমে এই মূল্য জমা করতে হবে।
আবেদন করার বয়সসীমা :
এই পদ গুলির জন্য আবেদন জানানোর জন্য বয়সসীমা হতে হবে নূন্যতম ১৮ বছর। তবে সর্বোচ্চ ৩২ বছর বয়সের মধ্যে আবেদন জানানো যাবে। এ ছাড়া সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আরও পড়ুনঃ দিঘায় খুলে গেল আকর্ষণের নয়া দিগন্ত! কৌতুহলে পড়িমড়ি করে ছুটছেন পর্যটকরা! আপনি কবে যাচ্ছেন?
আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা :
এই পদ গুলিতে আবেদন জানানোর জন্য প্রার্থীদের মাধ্যমিক, ডিগ্রি, পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি ইত্যাদি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ বিভিন্ন পদ অনুযায়ী আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে চাকরি প্রার্থীদের।
আবেদন করার তারিখ :
এই পদ গুলির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ২৬শে, ২০২৩ এপ্রিল তারিখ থেকে। তবে এই আবেদন জানানোর প্রক্রিয়া চলবে ১৯শে মে, ২০২৩ পর্যন্ত।
গুরুত্বপূর্ন কিছু লিংক নিচে দেওয়া হল:
নোটিশ-র লিংক:
https://www.wbsetcl.in/career/REC_2023_01_Empl._Notification.pdf
আবেদন করার অনলাইন লিংক :
https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/82551/Index.html
দরকারি সার্টিফিকেট-র লিংক:
https://www.wbsetcl.in/career/Domicile%20Order_Formar%20A_B.pdf
অফিসিয়াল ওয়েবসাইট এর লিংক:
https://www.wbsetcl.in/career.php
Sarthak Pandit