Cyclone Mocha| Bangla News|| ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, এখন থেকে ঘুম উড়েছে কাকদ্বীপের! কারণ শুনলে চোখে জল আসবে

Last Updated:

Cyclone mocha update: আসছে ঘূর্ণিঝড় মোকা। আবার ভাঙতে পারে নদীবাঁধ। সেই আশঙ্কায় দিন গুনছেন সুন্দরবনের বাসিন্দারা। তবে এ বার যাতে আর নদীবাঁধ না ভাঙে, সেজন‍্য সতর্ক প্রশাসন।

ঘূর্ণিঝড় মোকা।
ঘূর্ণিঝড় মোকা।
কাকদ্বীপ: আসছে ঘূর্ণিঝড় মোকা। আবার ভাঙতে পারে নদীবাঁধ। সেই আশঙ্কায় দিন গুনছেন সুন্দরবনের বাসিন্দারা। তবে এ বার যাতে আর নদীবাঁধ না ভাঙে, সেজন‍্য সতর্ক প্রশাসন। আর সেজন‍্য তড়িঘড়ি চলছে নদীবাঁধ সংস্কারের কাজ‍। ঘূর্ণিঝড় ইয়াসে সুন্দরবনের একাধিক নদীবাঁধ দুর্বল হয়ে পড়েছিল। সেজন‍্য সেই নদীবাঁধগুলি শক্তিশালী করার প্রয়োজন হয়ে পড়ে। বিশেষ করে পাথরপ্রতিমা, সাগর, নামখানা-সহ একাধিক জায়গায় নদীবাঁধ বিপজ্জনক অবস্থায় ছিল বলে খবর।
ঝড় আসলে সেই নদীবাঁধ গুলি ভাঙতে পারে, এমন আশঙ্কা করছেন স্থানীয়রা। বৃহস্পতিবার ধবলাটে নদীবাঁধ পরিদর্শনে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সেখানে কংক্রিট নদীবাঁধ তৈরির কাজ চলছে বলে খবর।
advertisement
আরও পড়ুনঃ দিঘায় খুলে গেল আকর্ষণের নয়া দিগন্ত! কৌতুহলে পড়িমড়ি করে ছুটছেন পর্যটকরা! আপনি কবে যাচ্ছেন?
নদীবাঁধের কাজ আর কিছুটা বাকি রয়েছে সেখানে। ধবলাট ছাড়াও সুন্দরবনের একাধিক নদীবাঁধ সংস্কারের কাজ হচ্ছে। বেশ কিছু জায়গায় সেচ দফতরের পক্ষ থেকে বাঁধে মাটি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এবার ঝড়ে সুন্দরবনে আর যাতে কোনও বাঁধ না ভাঙে সেজন‌্য সতর্ক প্রশাসন। আয়লা অথবা আমফানে কিংবা হাল আমলের ইয়াসে বাঁধের যে ক্ষতি হয়েছিল। সেই ঘটনার আর পুনরাবৃত্তি চায় না কেউই। আর সেজন‍্য এই কাজ জোরকদমে চলছে বলে খবর।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyclone Mocha| Bangla News|| ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোকা, এখন থেকে ঘুম উড়েছে কাকদ্বীপের! কারণ শুনলে চোখে জল আসবে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement