Digha| Bangla News|| দিঘায় খুলে গেল আকর্ষণের নয়া দিগন্ত! কৌতুহলে পড়িমড়ি করে ছুটছেন পর্যটকরা! আপনি কবে যাচ্ছেন?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Digha: দিঘায় বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন ধরনের গাছ-গাছড়া, পাখি, প্রজাপতিদের নিয়ে তৈরি করা হচ্ছে নতুন একটি পার্ক। দিঘার সেই নতুন পার্কের নাম দেওয়া হবে ‘পায়ে পায়ে প্রকৃতি দর্শন’ (Nature trial)।
দিঘা: ভারতে যে সকল সমুদ্র তট রয়েছে সেই সকল সমুদ্র তটের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি সমুদ্রতট হল দিঘা (Digha)। বছরের বিভিন্ন সময় দীঘা ঘুরতে আসতে দেখা যায় হাজার হাজার পর্যটকদের। দিঘায় ঘুরতে আসার ক্ষেত্রে মরশুমে সস্তায় হোটেল পাওয়া যায় না বললেই চলে। দিঘার এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে রাজ্য পর্যটন বিভাগের তরফ থেকে আরও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে দিঘাকে সাজিয়ে তোলার জন্য।
দিঘা ঘুরতে গিয়ে অধিকাংশ পর্যটকদের বেশিরভাগ সময় কাটাতে দেখা যায় সমুদ্রতটে, সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে উপভোগ করতে। এসবের পাশাপাশি দিঘায় ঘুরতে এসে যাতে পর্যটকরা একঘেয়েমি হয়ে না পড়েন তার জন্য নানান বন্দোবস্ত করা হচ্ছে। সেই সকল বন্দোবস্তের মধ্যেই এবার বনদফতরের তরফ থেকে নতুন এক পদক্ষেপ নেওয়া হল।
advertisement
আরও পড়ুনঃ শনিবার থেকে ১ মাস মেট্রো পরিষেবায় বিরাট বদল! নয়া টাইমটেবিল দেখে নিন এক ক্লিকে
দিঘায় বিলুপ্ত হয়ে যাওয়া বিভিন্ন ধরনের গাছ-গাছড়া, পাখি, প্রজাপতিদের নিয়ে তৈরি করা হচ্ছে নতুন একটি পার্ক। দিঘার সেই নতুন পার্কের নাম দেওয়া হবে ‘পায়ে পায়ে প্রকৃতি দর্শন’ (Nature trial)। এই পার্কটি তৈরি করা হচ্ছে নিউ দিঘার যাত্রানালায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পার্ক খুব তাড়াতাড়ি খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলায় অনেক ধরনের পাখি, গাছ রয়েছে যেগুলি বহু মানুষের কাছে অজানা। সেই সকল অজানা পশু পাখি, গাছপালাকে সবার সামনে তুলে ধরার জন্য এই পার্কের ব্যবস্থা করা হয়েছে। যেখানে থাকবে বিভিন্ন ধরনের পশু-পাখি, সাপ, গাছ পালা, কিছু মডেল। এ ছাড়াও পার্কের আনন্দ উপভোগ করার জন্য সমস্ত রকম বন্দোবস্ত রাখা হচ্ছে।
advertisement
নতুন এই যে পার্কটি তৈরি করা হচ্ছে সেটি প্রতিদিন সকাল ৬ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। এই পার্কে প্রবেশের জন্য প্রাথমিকভাবে প্রাপ্তবয়স্কদের জন্য ৩০ টাকা এবং ছোটদের জন্য ১৫ টাকা টিকিট করা হয়েছে। দিঘায় বেশ কয়েক একর জায়গায় ঝাউবোনের মধ্যে তৈরি করা হয়েছে এই পার্কটি।
Saikat Shee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2023 6:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha| Bangla News|| দিঘায় খুলে গেল আকর্ষণের নয়া দিগন্ত! কৌতুহলে পড়িমড়ি করে ছুটছেন পর্যটকরা! আপনি কবে যাচ্ছেন?