Government Job Alert: মাধ্যমিক পাশ করলেই সরকারি দফতরে মিলবে চাকরি! আজই আবেদন করুন
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Government Job Alert: বাঁকুড়া জেলায় পৌরসভায় কর্মী নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। বাঁকুড়া পৌরসভার তরফ থেকে ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে চাকরিপ্রার্থীরা এখানে মাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতে আবেদন জানাতে পারবেন। স্বাস্থ্যকর্মী হিসাবে যোগ্য কর্মীকে নিয়োগ করা হবে।
বাঁকুড়া: বাঁকুড়া জেলায় পৌরসভায় কর্মী নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। বাঁকুড়া পৌরসভার তরফ থেকে ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে চাকরিপ্রার্থীরা এখানে মাত্র মাধ্যমিক পাশ যোগ্যতাতে আবেদন জানাতে পারবেন। স্বাস্থ্যকর্মী হিসাবে যোগ্য কর্মীকে নিয়োগ করা হবে। ০৯/০১/২০২৫ তারিখে পৌরসভার পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে বলা হয়েছে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অবশ্যই বাঁকুড়া পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি পড়ে নিন।
আরও পড়ুনঃ মেদিনীপুর মেডিক্যাল কলেজ নিয়ে চাঞ্চল্যকর তথ্য! চিকিৎসকদের নামেও উঠল বড় অভিযোগ
আবেদনকারী চাকরিপ্রার্থীদের বয়সসীমা নির্ধারিত ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। বয়সের ছাড় দেওয়া হবে সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের, বিজ্ঞপ্তি অনুসারে সংরক্ষিত চাকরিপ্রার্থীরা ন্যূনতম ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন। বিজ্ঞপ্তিতে বলা রয়েছে চুক্তিভিত্তিক পৌরসভার স্বাস্থ্যকর্মী হিসেবে প্রতি মাসে ৫২৫০ টাকা বেতন পাবেন নিযুক্ত কর্মীরা। আবেদনকারী মহিলাদের অবশ্যই নির্দিষ্ট পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। ইচ্ছুক চাকরি প্রার্থীর যদি উচ্চতর যোগ্যতা থাকে, সেই ক্ষেত্রেও তিনি আবেদন জানাতে পারবেন।
advertisement
আবেদনকারীদের নিযুক্তিকরণ ঘটবে, আবেদনকারীদের মাধ্যমিক পরীক্ষার নম্বরের উপর ভিত্তি করে। প্রকাশিত মেধা তালিকায় থাকবে যোগ্য চাকরি প্রার্থীদের নাম। এরপর সেই মেধা তালিকার প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। যারাই ইন্টারভিউয়ে উত্তীর্ণ হবেন তারা কর্মী হিসেবে নিযুক্ত হতে পারবেন।
advertisement
আরও পড়ুনঃ ১৫ দিনেই কোলেস্টেরলের মুখে ছাই! এক পানীয়তেই গলে গলে পড়বে চিপচিপে পদার্থ! হার্ট অ্যাটাকের চান্স জিরো
বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদন পত্রটি ডাউনলোড করে A4 পাতায় প্রিন্ট করিয়ে নিতে হবে। ভালোভাবে সঠিক তথ্যের সঙ্গে আবেদন পত্রটি নির্ভুল পূরণ করে নিতে হবে এবং এর সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি একত্রিত করে পৌরসভার ঠিকানায় ২৮/০১/২৫ তারিখ বিকাল ৫ টার আগে জমা করে দিতে হবে। এক বছরের চুক্তিভিত্তিক পদে যোগ্য মহিলাদের নিয়োগ করা হবে। পরবর্তী সময়ে পৌরসভার প্রয়োজন অনুযায়ী এই চুক্তির সময়কাল বৃদ্ধি পেতে পারে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2025 4:57 PM IST








