New Job Alert: বিনা পয়সায় প্রশিক্ষণের পর নামিদামি কোম্পানিতে চাকরি দেওয়া হচ্ছে যুবক যুবতীদের! কোথায় জানেন?
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:BUDDHADEV BERA
Last Updated:
একদা মাওবাদী অধ্যুষিত বেলপাহাড়ির বেকার যুবক যুবতীদের কম্পিউটার হার্ডওয়্যার ও জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট এর প্রশিক্ষণে প্রশিক্ষত করার পর চাকরি মেলার মাধ্যমে তাঁদের হাতে তুলে দেওয়া হল নিয়োগপত্র।
ঝাড়গ্রাম: কলেজ উত্তীর্ণ হওয়ার পর চাকরির সন্ধানে যখন মরিয়া হয়ে পড়েছে চাকরি প্রার্থীরা। ঠিক সেই সময় একদা মাওবাদী অধ্যুষিত প্রত্যন্ত এলাকার যুবক-যুবতীদের বাড়ি থেকে ডেকে এনে বিভিন্ন সংস্থায় চাকরি দেওয়া হচ্ছে। কেবলমাত্র চাকরি নয়, চাকরির পাশাপাশি এলাকার যুবক-যুবতীদের স্বনির্ভর করতেও নানা প্রশিক্ষণ দেওয়ার পর তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে সার্টিফিকেট।
ঝাড়গ্রাম জেলার পাহাড় জঙ্গলে ঘেরা বিস্তীর্ণ বেলপাহাড়ি এলাকার মূলবাসী, আদিবাসী ও সাধারণ পরিবারের চাকরি প্রার্থীদের সন্ধান করে তাঁদেরকে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা, কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা প্রকল্প এবং ওয়েস্ট বেঙ্গল এসটি-এসসি-ওবিসি কর্পোরেশনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। বেলপাহাড়ি জাগরণ এডুকেশনাল ইনস্টিটিউটের তত্ত্বাবধানে আইটি সেক্টর জন্য কম্পিউটার হার্ডওয়্যার, হেলথ সেক্টরের জন্য জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট এবং টেলারিং-এর উপর যুবক-যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
advertisement
advertisement
বুধবার বেলপাহাড়িতে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক যুবতীদের চাকরির জন্য চাকরি মেলার আয়োজন করা হয়। যেখানে আইটি, হেলথ-সহ বিভিন্ন সেক্টরের প্রায় ২০টি কোম্পানি ইন্টারভিউ-এর মাধ্যমে তাঁদের কর্মী নিয়োগের জন্য হাজির হয়। ইন্টারভিউর মাধ্যমে প্রায় ১৫০ জনকে বিভিন্ন সংস্থায় নিয়োগপত্র তুলে দেওয়া হয়। জানা গিয়েছে, যার মধ্যে সর্বোচ্চ বেতন রয়েছে প্রায় ২৬ হাজার টাকা। এছাড়াও ৩০০ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। চাকরির মেলায় উপস্থিত ছিলেন বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা, সংস্থার এইচআর কো-অর্ডিনেটর সুদীপ্ত সেনগুপ্ত-সহ অন্যান্যরা।
advertisement
আরও পড়ুনঃ করতে হবে না ওয়ার্ক আউট! খরচ হবে না এক টাকাও! রোজ এই কাজ করলে এক মাসে কমবে ৫কেজি! সিম্পল টিপসই কেল্লাফতে
জাগরণ এডুকেশনাল ইনস্টিটিউটের চেয়ারম্যান বলেন, “২০১০ সাল থেকে বেলপাহাড়ির মতো প্রত্যন্ত এলাকার যুবক-যুবতীদের কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন সংস্থায় চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়।” দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বেলপাহাড়ির প্রত্যন্ত এলাকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর করার পাশাপাশি তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন বেসরকারি সংস্থার চাকরির নিয়োগ পত্র।
advertisement
বুদ্ধদেব বেরা
Location :
Kolkata,West Bengal
First Published :
February 06, 2025 11:28 PM IST