Job Vacancy: স্নাতক ডিগ্রি রয়েছে ? দুর্দান্ত বেতনে কাজের সুযোগ আইআইটিতে, কীভাবে করবেন অ্যাপ্লাই
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Job Vacancy: স্নাতক ডিগ্রি রয়েছে ? দুর্দান্ত বেতনে কাজের সুযোগ আইআইটিতে, কীভাবে করবেন অ্যাপ্লাই
পশ্চিম মেদিনীপুর: আপনার কি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের স্নাতক ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য আইআইটি খড়্গপুরে রয়েছে চাকরির সুযোগ। হাতে মাত্র আর অল্প দিন, এখনই আবেদন জানান এই বিশেষ পোস্টের জন্য। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মোটা অঙ্কের বেতনে কর্মী নিয়োগ করবে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীনতম প্রতিষ্ঠান আইআইটি খড়গপুর। বিশেষ এক প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে ইতিমধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল এই বিশেষ পোস্টে কর্মী নিয়োগ করা হবে।
বিশেষ এক প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর। তিন বছরের টেকনিক্যাল ডিপ্লোমা অথবা পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়ে তিন বছরের স্নাতক ডিগ্রী থাকলেই আবেদন জানাতে পারবেন এই পদের জন্য। বিশেষ এই প্রকল্পে একজন কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন জানানো শেষ তারিখ ৩১জানুয়ারি ২০২৫।
advertisement
আরও পড়ুন – Magic Saag: এই শাক হয় ক্ষেতে আগাছা হিসেবে, কাঁড়িকাঁড়ি দাম নয়, সস্তার শাকে মেয়েদের এই বিশেষ রোগে রামবাণ
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উল্লিখিত ডিগ্রী থাকলে আবেদন জানানো যাবে। যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিযুক্ত ব্যক্তিকে মাসিক ২৫ হাজার ৫০০ টাকা বেতন দেওয়া হবে। OIL INDIA LIMITED(Centre of Excellence for Energy Studies, Oil India Limited, Rukminigaon, G.S. Road Guwahati, Assam – 781022) এর অর্থপুষ্টে Laboratory geochemical reaction kinetics related to CO2 induced mineralization and injectivity analysis of CO2-rock-brine system using igneous core samples provided by OIL(SAB) এই প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করবে আইআইটি।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মহিলা আবেদনকারী ছাড়া সকলকে ১০০ টাকা দিয়ে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আরও বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন। সম্পূর্ণ অনলাইন ভিত্তিতে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য। সেক্ষেত্রে আপনাকে প্রথমে আইআইটি খড়্গপুরের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জব্স পজিশনে গিয়ে আবেদন জানাতে হবে এই বিশেষ পদের জন্য।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2025 7:24 PM IST