যে সমস্ত প্রার্থীরা অতিথি শিক্ষক পদে চাকরির জন্য নিয়োগ হবেন তাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে ১২,০০০/- টাকা। অতিথি শিক্ষক পদে আবেদন করার জন্য আবেদনকারীদের কে BA, B.Ed কমপ্লিট করতে হবে। আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে বেশ কিছু নিয়ম মেনে করতে হবে। আবেদনকারীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তার জন্য আবেদনকারীদের পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের ওয়েবসাইট (purulia.gov.in) গিয়ে। অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করতে হবে।
advertisement
তারপর, বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। তারপর আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় নথি গুলো দিয়ে ফিলাপ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথি গুলো জেরক্স করে নিতে হবে। তারপর একটি মুখবন্ধ খামে আবেদন পত্র ও প্রয়োজনীয় নথির জেরক্স গুলো একসঙ্গে রেখে। স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পাঠানোরঠিকানা হল – Project officer and District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development Purulia, PIN-723101-এই ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে।
এই আবেদন জমার শেষ তারিখ ০৫/০৩/২০২৫। এই তারিখের মধ্যেই আবেদন করতে হবে। আবেদনকারীদের পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের পক্ষ থেকে প্রকাশিত অতিথি শিক্ষক পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি