New Job Alert: দারুণ চাকরির সুযোগ জেলা কল্যাণ অফিসে, আবেদন পদ্ধতি জানুন!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
New Job Alert: নতুন করে কর্মসংস্থানের সুযোগ পুরুলিয়ায়। শুধু পুরুলিয়া নয়, রাজ্যের অন্যান্য জায়গা থেকেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন এই পোস্টে। সকলের জন্যই দারুণ সুযোগ। পুরুলিয়া জেলা কল্যাণ অফিসে নতুন করে অতিথি শিক্ষক পদে মোট ০৫ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পুরুলিয়া: নতুন করে কর্মসংস্থানের সুযোগ পুরুলিয়ায়। শুধু পুরুলিয়া নয়, রাজ্যের অন্যান্য জায়গা থেকেও চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন এই পোস্টে। সকলের জন্যই দারুণ সুযোগ। পুরুলিয়া জেলা কল্যাণ অফিসে নতুন করে অতিথি শিক্ষক পদে মোট ০৫ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজ্যের যে সকল চাকরি প্রার্থীরা এই পোস্ট আবদেন করতে ইচ্ছুক তাঁরা অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করতে পারবেন। পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের পক্ষ থেকে প্রকাশিত পদের নাম বলা হয়েছে ‘অতিথি শিক্ষক’। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে সবমিলিয়ে মোট ০৫ টি পদের জন্য আবেদন করা হয়েছে।
যে সমস্ত প্রার্থীরা অতিথি শিক্ষক পদে চাকরির জন্য নিয়োগ হবেন তাদেরকে মাসিক বেতন প্রদান করা হবে ১২,০০০/- টাকা। অতিথি শিক্ষক পদে আবেদন করার জন্য আবেদনকারীদের কে BA, B.Ed কমপ্লিট করতে হবে। আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে বেশ কিছু নিয়ম মেনে করতে হবে। আবেদনকারীরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। তার জন্য আবেদনকারীদের পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের ওয়েবসাইট (purulia.gov.in) গিয়ে। অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করতে হবে।
advertisement
তারপর, বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি A4 পেপারে প্রিন্ট আউট করতে হবে। তারপর আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা সহ প্রয়োজনীয় নথি গুলো দিয়ে ফিলাপ করতে হবে। তারপর প্রয়োজনীয় নথি গুলো জেরক্স করে নিতে হবে। তারপর একটি মুখবন্ধ খামে আবেদন পত্র ও প্রয়োজনীয় নথির জেরক্স গুলো একসঙ্গে রেখে। স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পাঠানোরঠিকানা হল – Project officer and District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development Purulia, PIN-723101-এই ঠিকানায় স্পীড পোস্টের মাধ্যমে আবেদন পত্র পাঠাতে হবে।
advertisement
advertisement
এই আবেদন জমার শেষ তারিখ ০৫/০৩/২০২৫। এই তারিখের মধ্যেই আবেদন করতে হবে। আবেদনকারীদের পুরুলিয়া জেলা কল্যাণ অফিসের পক্ষ থেকে প্রকাশিত অতিথি শিক্ষক পদে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2025 8:24 PM IST