TRENDING:

Job Openings News: বয়সসীমা ৬৪! অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগে চাকরির বড় সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

Last Updated:

Job Openings News: এই পদে আবেদন জানানোর জন্য আগামী ২৫শে মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন থাকছে। ওই দিনের বিকেল ৫টার পর থেকে আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহার: ইতিমধ্যেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটের মাধ্যমে। নিয়োগ করা হবে বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে। অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা অনগ্রসর কল্যাণ বিভাগের তরফে চুক্তির ভিত্তিতে নিয়োগ হওয়ার সুযোগ পাবেন এই চাকরিতে আবেদন জানানো প্রার্থীরা।
জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগে চাকরির সুযোগ
জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগে চাকরির সুযোগ
advertisement

গুরুত্ব পূর্ন লিংক গুলি নিচে দেওয়া হল:

ওয়েবসাইট লিংক: https://coochbehar.gov.in/

নোটিশের লিংক: https://coochbehar.gov.in/notice/backward-classes-welfare-department-cooch-behar-invites-applications-for-recruitment-of-additional-inspector-bcwtd/

আবেদন পত্র ডাউনলোড লিংক: https://cdn.s3waas.gov.in/s3fbd7939d674997cdb4692d34de8633c4/uploads/2023/05/2023051259.pdf

মোট শূন্য পদ ও বেতন: এই পদে নিয়োগের জন্য মোট শূন্যপদ রয়েছে ৬টি। এবং নিয়োগ হওয়া প্রার্থীদের প্রতি মাসে ১২ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তি মাধ্যমে।

advertisement

আরও পড়ুন: জেলা শহরে মাধ্যমিকের ফল ভাল না হলেও রাজ্যে সপ্তম হয়ে মান রাখল নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে স্মরণ

আবেদনের বয়স ও অন্যান্য বিষয়: আবেদনের জানানোর জন্য প্রার্থীর বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। যে সমস্ত চাকরি প্রার্থীরা আগে ইনস্পেক্টর, হেড ক্লার্ক অথবা এক্সটেনশন অফিসার হিসাবে রাজ্য সরকারের অধীনে কাজ করেছেন তাঁরাও এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।

advertisement

আবেদন জানানোর সময়: এই পদে আবেদন জানানোর জন্য আগামী ২৫শে মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন থাকছে। ওই দিনের বিকেল ৫টার পর থেকে আর কোনও আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আরও পড়ুন: মাধ্যমিকে কম নম্বর পেয়ে ভয়ানক কাণ্ড কিশোরীর! মুক্তিপণ বাবদ এক কোটির দাবি, তোলপাড় বাংলা

advertisement

আবেদন প্রক্রিয়া: চাকরি প্রার্থীদের কোচবিহার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে সর্বপ্রথমে। ওয়েবসাইটের হোমপেজে ঢোকার পর রিক্রুটমেন্ট বিভাগে পাশে থাকা যোগ চিহ্নটিতে ক্লিক করতে হবে। সেখানে এই নিয়োগ সংক্রান্ত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকেই নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। এর পর আবেদনপত্র এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করা প্রয়োজনীয় সমস্ত গুরুত্বপূর্ন নথি উল্লিখিত ঠিকানায় জমা দিতে হবে। পোস্ট কিংবা সরাসরি ওই দফতরে গিয়ে আবেদন পত্র জমা দেওয়া যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

Sarthak Pandit

বাংলা খবর/ খবর/চাকরি/
Job Openings News: বয়সসীমা ৬৪! অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগে চাকরির বড় সুযোগ, জানুন আবেদন পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল