Madhyamik Student: মাধ্যমিকে কম নম্বর পেয়ে ভয়ানক কাণ্ড কিশোরীর! মুক্তিপণ বাবদ এক কোটির দাবি, তোলপাড় বাংলা
- Published by:Teesta Barman
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Madhyamik Student: তরুণীর মোবাইল ফোন থেকে তার বাবার ফোনে মেসেজ আসতে শুরু করে। তাতে দাবি করা হয়, দুই কন্যাকে মুক্তিপণ বাবদ হিসাবে এক কোটি টাকা দিতে হবে।
কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পেয়ে ভয়ানক কাণ্ড ঘটাল বাঁশদ্রোনী এলাকার এক ছাত্রী। সঙ্গী করল নিজের ছোট বোনকে। বাড়ির কাছে সাইবার ক্যাফেতে তার মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট জানবার জন্য ছোট বোনের হাত ধরে বের হয়। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি ফেরে না।
বেলা ১১:৩০ থেকে ১২টা পর্যন্ত অপেক্ষা করে তার বাবা-মা বাঁশদ্রোণী থানার দ্বারস্থ হন। একটি নিখোঁজের ডাইরিও করেন। ছাত্রী এবং তার বোন নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরে বাঁশদ্রোনী থানার পুলিশ তৎপর হয়ে ওঠে। পুলিশ জানতে পারে, সকালে তার বোনকে নিয়ে বাড়ি থেকে স্কুটিতে চেপে বেরিয়েছিল সেই কিশোরী। পুলিশ তদন্তে নেমে বাঁশদ্রোনী কাছে মেট্রো রেল স্টেশনের পাশেই সেই স্কুটি খুঁজে পায়।
advertisement
advertisement
advertisement
এর পরে তরুণীর মোবাইল ফোন থেকে তার বাবার ফোনে মেসেজ আসতে শুরু করে। তাতে দাবি করা হয়, দুই কন্যাকে মুক্তিপণ বাবদ হিসাবে এক কোটি টাকা দিতে হবে। এবং সেই মুক্তিপণের টাকা নিয়ে যেতে হবে দক্ষিণ ২৪ পরগনার নেপালগঞ্জে। পুলিশ মোবাইলের সার্ভারের সূত্র ধরে জানতে পারে, ওই তরুণী তার নাবালিকা বোনকে নিয়ে কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে কলকাতা ছেড়ে চলে যাচ্ছে। তৎক্ষণাৎ বাঁশদ্রোনী থানার পুলিশের পক্ষ থেকে রেল পুলিশ এবং কৃষ্ণনগর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মেয়েদের ছবিও পাঠিয়ে দেয়।
advertisement
অবশেষে বিকেল সাড়ে চারটে নাগাদ কৃষ্ণনগরের ডিভাইন নার্সিংহোমের সামনে মেয়ে দু’টিকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াতে দেখে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। কলকাতা পুলিশের পাঠানো ছবি দেখে সনাক্ত করে কৃষ্ণনগর পুলিশ। তাদের আপাতত কৃষ্ণনগর থানাতে রাখা হয়েছে। বাঁশদ্রোণী থেকে একটি দল তাদের ফিরিয়ে আনার জন্য সেখানে পৌঁছেছে।
advertisement
মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে যতটুকু জানা গিয়েছে, সে পরীক্ষা দিয়ে বাড়িতে বলেছিল তিনটি বিষয়ে লেটার পাবে। কিন্তু ৩১ শতাংশ নম্বর পেয়ে পাস করার ফলে মেয়েটি লজ্জায় পালিয়ে যায় এবং মুক্তিপণের নাটক করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 9:29 AM IST