Mamata Banerjee: অভিষেককে CBI তলব! মমতা বললেন, ‘ওঁর নব জোয়ার যাত্রা নিয়ে গাত্রদাহ হচ্ছে অনেকের’

Last Updated:

Mamata Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, শনিবার সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই তলব প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামিকাল, শনিবার সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। সেই প্রসঙ্গে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেন মমতা।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখলেন, ‘আজ এক অভূতপূর্ব অভিজ্ঞতার সাক্ষী থাকলাম! এইভাবেই হয়তো পরমপিতার আশীর্বাদে আমি বারংবার পৌঁছে যাই মানুষের মাঝে। আজ ভার্চুয়ালি বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের জনসভায় আমি উপস্থিত ছিলাম। সময়ের অভাবে গন্তব্যস্থলে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও, আমার মন-হৃদয় পাত্রসায়েরের বাসিন্দাদের সঙ্গেই একাত্ম ছিল।’
advertisement
advertisement
মমতা আরও লিখলেন, ‘দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ ২৫ দিন ধরে ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির মাধ্যমে সারা বাংলার মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। তিনি হয়ে উঠেছেন, বাংলার মানুষের আত্মীয়, গড়ে তুলেছেন মানুষের সঙ্গে তাঁর রক্তের সম্পর্ক। সেই জন্যই হয়তো অনেকের গাত্রদাহ। আজ তাঁকে এই বিশাল কর্মযজ্ঞে ছেদ দিয়ে আসতে হল কলকাতায়। কিন্তু আমি আশাবাদী, কোনওরকম ষড়যন্ত্র, কোনওরকম চক্রান্ত আমাদেরকে মানুষের জন্য কাজ করতে রুখতে পারেনি, পারবে না। যতদিন আমার প্রাণ আছে ততদিন মানুষের এই উন্নয়নের ধারা বইবে গোটা বাংলা জুড়ে।
advertisement
মমতার লেখায়, ‘আমরা সর্বদা সামাজিক সুরক্ষার মাধ্যমে রাজনীতি করে চলেছি। আর অন্যান্য দলগুলি করে চলেছে প্রতিহিংসার রাজনীতি। আসলে এই নব জোয়ারে গণদেবতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অপরিসীম ভালোবাসা দেখে বহু রাজনৈতিক দলের ষড়যন্ত্রে ভাটা পড়েছে। আমি কথা দিচ্ছি, মা-মাটি-মানুষের আশীর্বাদ-দোয়ায় যে দল তৈরি করেছিলাম, যে দল আজ দিবারাত্রি মানুষ সেবায় নিয়োজিত. সেই দলকে রক্তচক্ষু দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। আজ বাঁকুড়া জেলার পাত্রসায়েরবাসীর সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাতে হৃদয় আবেগে ভরে উঠল। আপনাদের সুস্থতা, আপনাদের সমৃদ্ধি, আপনাদের সুখ, আপনাদের নির্মল হাসি, আমার জীবনের জিয়নকাঠি। আপনারা সকলে ভাল থাকুন এবং সুস্থ থাকুন।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: অভিষেককে CBI তলব! মমতা বললেন, ‘ওঁর নব জোয়ার যাত্রা নিয়ে গাত্রদাহ হচ্ছে অনেকের’
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement