বর্ষা এলো নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শুক্রবার দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ঢুকে পড়েছে। আগামী তিন দিনে আন্দামান-নিকোবরের বেশিরভাগ অংশে এবং পুরোপুরি দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর দক্ষিণ-পশ্চিম মৌসীমি বায়ুর দখলে চলে আসবে। নির্ধারিত সময়ের আগে আন্দামানে বর্ষা ঢুকে পড়লেও ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকতে এবার দেরি হবে বলেই অনুমান আবহাওয়া দফতরের। ১ জুনের পরিবর্তে ৪ জুন ঢুকতে পারে ভারতে বর্ষা।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। তার আগে সকাল থেকে বেলা যত বাড়বে, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আগামিকাল রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কোথাও পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। আগামfকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গেও।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ও স্বাভাবিক ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৮ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ০.৪ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা অসম এবং মেঘালয় রাজ্যে। উত্তর-পূর্ব ভারতের বাকি রাজ্যগুলিতেও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
রাজস্থানে ধুলিঝড় হবে আগামী সোম ও মঙ্গলবার। তাপপ্রবাহের পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায়। সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস। আজ ও কাল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে ছত্তীশগঢ়ে এবং ঝাড়খণ্ড এলাকায়। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরলে।