Heavy Rain Alert I Weather Update: ধেয়ে আসছে ভয়ানক দুর্যোগ! ক’দিনেই বাংলা জুড়ে প্রবল ঝড়বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Heavy Rain Alert I Weather Update: আগামী সপ্তাহে ফের ঝড়বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। আগামিকাল থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা।
advertisement
বর্ষা এলো নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শুক্রবার দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর এবং নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ঢুকে পড়েছে। আগামী তিন দিনে আন্দামান-নিকোবরের বেশিরভাগ অংশে এবং পুরোপুরি দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগর দক্ষিণ-পশ্চিম মৌসীমি বায়ুর দখলে চলে আসবে। নির্ধারিত সময়ের আগে আন্দামানে বর্ষা ঢুকে পড়লেও ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢুকতে এবার দেরি হবে বলেই অনুমান আবহাওয়া দফতরের। ১ জুনের পরিবর্তে ৪ জুন ঢুকতে পারে ভারতে বর্ষা।
advertisement
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। তার আগে সকাল থেকে বেলা যত বাড়বে, গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে। আগামিকাল রবিবার এবং সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। কোথাও পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও তাপমাত্রা বাড়বে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।
advertisement
advertisement
উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে। আগামfকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমতে পারে উত্তরবঙ্গেও।
advertisement
advertisement
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ও স্বাভাবিক ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৩ থেকে ৮৮ শতাংশ। বৃষ্টি হয়েছে সামান্য ০.৪ মিলিমিটার। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
advertisement
advertisement
advertisement
রাজস্থানে ধুলিঝড় হবে আগামী সোম ও মঙ্গলবার। তাপপ্রবাহের পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায়। সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস। আজ ও কাল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে ছত্তীশগঢ়ে এবং ঝাড়খণ্ড এলাকায়। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কঙ্কন অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং কেরলে।