Madhyamik Result 2023 : জেলা শহরে মাধ্যমিকের ফল ভাল না হলেও রাজ্যে সপ্তম হয়ে মান রাখল নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে স্মরণ
- Published by:Teesta Barman
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Madhyamik Result 2023 : বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা এগোবে স্মরণ। মাধ্যমিকের তার এই সাফল্যের নেপথ্যে বাবা, মা-সহ গৃহশিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা রয়েছে বলেই জানিয়েছে সে।
জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি পুরসভার বৈরাতিগুড়ি হাই স্কুলের ছাত্র স্মরণ দেবনাথ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৬। স্মরণ ছোট থেকেই মেধাবী ছাত্র। ধূপগুড়ি শহরের ১২ নং ওয়ার্ড সুকান্তপল্লীর বাসিন্দা।
নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে স্মরণের এমন সাফল্যে খুশি পরিবারের সদস্য-সহ জলপাইগুড়ি জেলার ১২ নং ওয়ার্ডের বাসিন্দারা। পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল গতকাল। মেধা তালিকায় এবারও জেলার দাপট লক্ষ্য করা গেল। জলপাইগুড়ি জেলা থেকে এবছর প্রথম দশে স্থান পেয়েছে একজন।
advertisement
advertisement
ধূপগুড়ির বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্র স্মরণ দেবনাথ রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। ফলাফল প্রকাশ হতেই দেখা যায় স্মরণ দেবনাথ মাধ্যমিকে ৬৮৬ নম্বর পেয়েছে। দিনে ছ’সাত ঘণ্টা করে পড়ত সে। পড়ার পাশাপাশি খেলাধুলাও করত সে। সেই সঙ্গে কুইজেও সমান দক্ষ।
advertisement
আপাতত বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা এগোবে স্মরণ। মাধ্যমিকের তার এই সাফল্যের নেপথ্যে বাবা, মা-সহ গৃহশিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা রয়েছে বলেই জানিয়েছে সে। পেশায় স্বর্নকার বিপ্লব দেবনাথ ছেলের সাফল্যে স্বভাবতই খুশি।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2023 10:59 AM IST