পুরুষ জন্য দুটি শূন্যপদ এবং মহিলাদের জন্য পাঁচটি শূন্য পদ রয়ে যোগা প্রশিক্ষকের। শূন্যপদগুলিতে নিয়োগ করতে চলেছে সংশ্লিষ্ট দফতর। আবেদনকারীদের যোগ্যতা মেধা, যোগের প্রদর্শন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে নেওয়া হবে। চুক্তির ভিত্তিতে ওই পদে আয়ুষ বিভাগের অধীনে কাজ করতে হবে।
আরও পড়ুন: ডায়াবেটিসের রোগীদের জন্য ম্যাজিক ডাল, এতেই রক্তের শর্করা কমবে, হজমও ভাল হবে!
advertisement
বয়সসীমা: ০১.০১.২০২৩ এর মধ্যে আবেদনকারীর বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম: পুরুষ যোগা প্রশিক্ষকের 8০০০ টাকা, মহিলা যোগা প্রশিক্ষকের বেতন ৫০০০ টাকা।
পুরুষদের জন্য দুটি SC সংরক্ষিত, মহিলাদের জন্যে দুটি অসংরক্ষিত, একটি ST, একটি করে ওবিসি(A) ও ওবিসি(B)।
আবেদনের জন্যে, মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস সার্টিফিকেট, এক বছরের যোগা এবং WBCYN কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার শংসাপত্র প্রয়োজন।
আরও পড়ুন: বড়ি দিয়ে ঝোল-তরকারি বড্ড প্রিয়, জানেন ডালের বড়ি খেলে কী হয় শরীরে?
আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে। অসংরক্ষিত আবেদন প্রার্থীদের জন্য ১০০ টাকা এবং সংরক্ষিতদের জন্য ৫০ টাকা ফর্ম ফিলাপ বাবদ প্রয়োজন।
আবেদনের সময়সীমা :
১৮ নভেম্বর, ২০২৩ থেকে ২ ডিসেম্বর ২০২৩ মধ্যরাত পর্যন্ত।
বিশদে জানতে জেলা ও স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটটি (www.wbhealth.gov.in) দেখুন।
রঞ্জন চন্দ
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F