দোকানেও মিলছে নানা ধরণের ছাতা। এর মধ্যে সবচেয়ে বেশি বিকোচ্ছে ‘ফ্যান ছাতা’।ভাবছেন তো ফ্যান ছাতা আবার কেমন ছাতা? গ্রীষ্ম আর বর্ষা দুই থেকেই রেহাই দেবে এটি। গরম লাগলে ফ্যান থেকে মিলবে বাতাস, আর বৃষ্টিতে ঝড়-জলের হাত থেকে বাঁচাবে ছাতা। তবে ছাতা যে শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় সামগ্রী তা কিন্তু নয়৷ এই প্রয়োজনীয় বস্তুটিও ধীরে ধীরে হয়ে উঠেছে আমাদের স্টাইল স্টেটমেন্টের অংশ৷ এখন একটু খোঁজ করলেই আপনি পেয়ে যাবেন আপনার মনপসন্দ নানা অভিনব স্টাইলের ছাতা যা প্রয়োজন মেটানোর সঙ্গে সঙ্গে আপনাকে করে তুলবে যথেষ্ট স্টাইলিশও৷
advertisement
আরও পড়ুন– বোনের উপর দিনরাত চলত মারধর, অকথ্য অত্যাচার, প্রতিবাদ করতেই নির্মম পরিণতি দাদার
আরও পড়ুন-ফুচকা বিক্রেতার ছেলের নজরকাড়া সাফল্য! রাজ্য তায়কোন্ড প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়
বর্তমানে এখন বাজারে বিভিন্ন দোকানগুলিতেও উঠেছে নানা আধুনিক ছাতা।যেমন রয়েছে- কাপেল ছাতা, ফ্যান ছাতা ইত্যাদি। বাচ্চাদের জন্যও রয়েছে নানা নতুনত্ব ছাতা। ছাতা বিক্রেতা শশাঙ্ক সরকার বলেন, বর্ষার অপেক্ষায় বসে ছিলাম। উত্তরে বর্ষা ঢুকতেই ছাতার চাহিদা বেড়েছে জলপাইগুড়ি শহরে। নতুনত্ব অনেক আধুনিক ছাতা এসেছে। যেমন- ফ্যান ছাতা, কাপল ছাতা আরও নানান ছাতা। সবচেয়ে বেশি বিকোচ্ছে ফ্যান ছাতা। এসব ছাতা কিনতে মানুষ ভালই ভিড় জমিয়েছেন। আমাদের লাভও ভালই হচ্ছে।
সুরজিৎ দে