Crime News: বোনের উপর দিনরাত চলত মারধর, অকথ্য অত্যাচার, প্রতিবাদ করতেই নির্মম পরিণতি দাদার
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Crime News: বোনকে শ্বশুরবাড়ি লোকেরা মাঝেমধ্যেই মারধর, মানসিক অত্যাচার করত। নিজেদের চোখে দেখতে না পেরে প্রতিবাদ করেছিল দাদা। তার জেরে দাদাকে মারধর করে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বোনের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। a young man was beaten to death for protesting torture of his sister in malda.
মালদহ: বোনকে শ্বশুরবাড়ির লোকেরা মাঝেমধ্যেই মারধর, মানসিক অত্যাচার করত। নিজেদের চোখে দেখতে না পেরে প্রতিবাদ করেছিল দাদা। তার জেরে দাদাকে মারধর করে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল বোনের শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। গভীর রাতে যুবককে রাস্তায় একা পেয়ে মারধর করার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা লাঠি দিয়ে পিটিয়ে খুন করে পালিয়েছে বলে অভিযোগ। মালদহ জেলার মানিকচক থানার মথুরাপুরের ধনরাজগ্রামের ঘটনা। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ভগবত মহালদার(২৫)। বাড়ি ধনরাজ গ্রামে। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, মৃত যুবক ভগবত মহালদারের বোন ভগবতী মহালদারের বিয়ে হয় গ্রামেরই পার্শ্ববর্তী এক যুবকের সঙ্গে। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকেরা প্রতিনিয়ত অত্যাচার চালাত বোনের ওপর বলে অভিযোগ। এই নিয়ে প্রতিবাদ জানিয়েছিল দাদা। বোনকে যেন মারধর না করে সেই বার্তা দেয়।
advertisement
advertisement
আরও পড়ুন: জেলে এমন কী হচ্ছে তাঁর সঙ্গে? বিচারকের কাছে বিস্ফোরক অর্পিতা! চমকে উঠল সকলে
সোমবার রাতে মথুরাপুর থেকে ধনরাজগ্রামে নিজের বাড়ি আসার সময় ভগবত মহালদার কে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার বোনের শ্বশুরবাড়ির লোকজন বলে অভিযোগ। তার প্রতিবাদ করে ভগবত। অভিযোগ সেই সময় তার বোনের শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর চড়াও হয়। প্রথমে সকলে মিলে তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে মৃত্যু হয় ভগবত মহালদাদের।
advertisement
খবর পেয়ে পরিবারের লোকেরা ছুটে আসেন। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় মানিকচক থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনায় মৃতের পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 2:48 PM IST