Malda News: ফুচকা বিক্রেতার ছেলের নজরকাড়া সাফল্য! রাজ্য তায়কোন্ড প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়
- Reported by:HARASHIT SINGHA
- hyperlocal
Last Updated:
Malda News: রাজ্য স্তরে খেলতে নেমে স্বর্ণপদক জয় করেন প্রশান্ত। রাজ্যস্তরে স্বর্ণপদক পাওয়ার পাশাপাশি আগামীতে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছেন তিনি।
মালদহ: ফুচকা বিক্রেতার ছেলে স্বর্ণপদক জিতে ঘরে ফিরলেন। রাজ্য স্তরের তায়কোন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এই সাফল্য। ফুচকা বিক্রেতার ছেলের স্বর্ণপদক জয়ে খুশি গোটা এলাকার মানুষ। তাঁর এমন সাফল্যে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর। পুরাতন মালদা পুরসভার দুই নম্বর ওয়ার্ডের বাঁশহাট পালপাড়া এলাকার ছেলে প্রশান্ত পাল।
রাজ্যস্তরে তায়কোন্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রশান্ত। চলতি মাসের ১০ ও ১১ তারিখে ইছাপুরে অনুষ্ঠিত হয়েছিল রাজ্যস্তরের প্রতিযোগিতায় প্রশান্ত জেলা স্তরে ভাল ফল করায় রাজ্য স্তরে খেলার সুযোগ মেলে। রাজ্য স্তরে খেলতে নেমে অনান্য প্রতিযোগীদের হারিয়ে স্বর্ণপদক জয় করেন তিনি। রাজ্যস্তরে স্বর্ণপদক পাওয়ার পাশাপাশি আগামীতে জাতীয় স্তরে খেলার সুযোগ পেয়েছেন প্রশান্ত।
advertisement
উত্তর প্রদেশের লখনওয়ে আগামী জুলাই মাসের ২১ ও ২২ তারিখে সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্থানীয় কাউন্সিলর বাসন্তী রায় বলেন, “প্রশান্ত আমাদের এলাকার গর্ব। আমি চাই আগামীতেও আরো ভালো খেলাধুলা করুক। আমরা সব সময় পাশে আছি।”
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত আড়াই বছর ধরে তায়কোন্ড প্রশিক্ষণ নিচ্ছেন প্রশান্ত। পুরনো মালদহের কালাচাঁদ হাই স্কুল মাঠে প্রশিক্ষক কৃষ্ণ বাংশফোরের কাছে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। পড়াশোনার পাশাপাশি এই তায়কোন্ড প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। প্রশান্ত বলেন, “জেলা নয় গোটা দেশের হয়ে খেলে নাম উজ্জ্বল করতে চাই আমি। পড়াশোনার পাশাপাশি নিয়মিত তায়কোন্ডর ক্লাস করি। এই খেলা আমার ভালো লাগে। আগামীতে আরও ভাল ভাবে খেলতে চাই।”
advertisement
ইতিমধ্যেই প্রশান্তর বাড়ি ফেরার পর থেকেই আশেপাশে এলাকার মানুষজন শুভেচ্ছা জানাচ্ছেন বাবা সুশান্তকে। ছেলের এই অভূতপূর্ব ফলাফলের জন্য তাঁরা খুশি এবং গর্বিত।
হরষিত সিংহ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2023 5:45 PM IST