Rathayatra 2023: আজ রথযাত্রার পুণ্যতিথি কত ক্ষণ থাকবে? দিনভর শুভ মুহূর্তই বা কখন? জানুন

Last Updated:
Rathayatra 2023: আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা
1/7
আজ, মঙ্গলবার শুভ রথযাত্রা৷ পুরীধাম এবং অন্য জগন্নাথ মন্দিরে রথের রশিতে আজ টান পড়বে৷
আজ, মঙ্গলবার শুভ রথযাত্রা৷ পুরীধাম এবং অন্য জগন্নাথ মন্দিরে রথের রশিতে আজ টান পড়বে৷
advertisement
2/7
আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা।
আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় জগন্নাথদেব, বলভদ্র এবং সুভদ্রার রথযাত্রা।
advertisement
3/7
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর আষাঢ়ের দ্বিতীয়া তিথি শুরু হবে ১৯ জুন সকাল ১১.২৫ মিনিটে।
দৃক পঞ্চাঙ্গ অনুযায়ী এ বছর আষাঢ়ের দ্বিতীয়া তিথি শুরু হবে ১৯ জুন সকাল ১১.২৫ মিনিটে।
advertisement
4/7
দ্বিতীয়া তিথি থাকবে মঙ্গলবার দুপুর ১.০৭ মিনিট পর্যন্ত।
দ্বিতীয়া তিথি থাকবে মঙ্গলবার দুপুর ১.০৭ মিনিট পর্যন্ত।
advertisement
5/7
রথযাত্রার দিন নানা শুভকাজের জন্য আদর্শ৷ গৃহপ্রবেশ, নতুন অলঙ্কার ও বাহন ক্রয় থেকে শুরু করে শুভ কাজের সূত্রপাত-নানা শুভ কাজের জন্য নির্ধারিত এই তিথি৷
রথযাত্রার দিন নানা শুভকাজের জন্য আদর্শ৷ গৃহপ্রবেশ, নতুন অলঙ্কার ও বাহন ক্রয় থেকে শুরু করে শুভ কাজের সূত্রপাত-নানা শুভ কাজের জন্য নির্ধারিত এই তিথি৷
advertisement
6/7
আজ দিনভর নানা শুভ মুহূর্ত আছে৷ পঞ্জিকা অনুযায়ী আজ সকাল ১১.৫৫ থেকে দুপুর ১২.৫১ পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এবং আবার দুপুর ২.৪২ থেকে ৩.৩৮ পর্যন্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত৷
আজ দিনভর নানা শুভ মুহূর্ত আছে৷ পঞ্জিকা অনুযায়ী আজ সকাল ১১.৫৫ থেকে দুপুর ১২.৫১ পর্যন্ত অভিজিৎ মুহূর্ত এবং আবার দুপুর ২.৪২ থেকে ৩.৩৮ পর্যন্ত রয়েছে অভিজিৎ মুহূর্ত৷
advertisement
7/7
মঙ্গলবার সকাল ৮.১১ থেকে ৯.০৭ পর্যন্ত এবং রাত ১১.২৩ থেকে রাত ১২.০৩ পর্যন্ত শুভ মুহূর্ত যোগ রয়েছে, পঞ্জিকা অনুযায়ী৷
মঙ্গলবার সকাল ৮.১১ থেকে ৯.০৭ পর্যন্ত এবং রাত ১১.২৩ থেকে রাত ১২.০৩ পর্যন্ত শুভ মুহূর্ত যোগ রয়েছে, পঞ্জিকা অনুযায়ী৷
advertisement
advertisement
advertisement