অন্যদিকে, স্ক্রাব টাইফাস প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্ক্রাবটাইফাস এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ। চিগার বা একধরনের মাইট (ক্ষুদ্র পোকা) র কামড়ে সংক্রমিত হয় এই রোগ। সাধারণত ওই পোকা কামড়ানোর পর চামড়ার উপর গাঢ় লাল কামড়ের চিহ্ন দেখা যায়। জ্বর, মাথা ও গায়ে ব্যথা হয়। বমি বমি ভাব। মানসিক অবসাদ দেখা দেয়। শারীরিক একাধিক অঙ্গ বিকল ও অভ্যন্তরীন রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
আরও পড়ুন : রশির টানেই বিসর্জন ৪২ ফুট কালীপ্রতিমার, অবাক নিরঞ্জন দেখতে ভক্তের ঢল
চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগের একমাত্র চিকিৎসা অ্যান্টি বায়োটিক ওষুধ ও ইঞ্জেকশন। এই রোগ প্রতিরোধের কোনও ভ্যাকসিন এখনও পর্যন্ত নেই ।বেসরকারি নার্সিংহোমের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক সুমন্ত্র মুখোপাধ্যায় বলেন, "স্ক্রাব টাইফাসে আক্রান্ত মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে । জেলা স্বাস্থ্য দফতরে রিপোর্টও পাঠানো হয়েছে।"
আরও পড়ুন : দেব দীপাবলিতে প্রদীপের আলোয় আলোকিত হল মহানন্দার তীর
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, ডেঙ্গি পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। স্ক্রাব টাইফাস নিয়েও জেলায় সচেতনতা বাড়াতে প্রচার চালানো হবে। অপরদিকে দিকে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, " ডেঙ্গু নিয়ে পুরসভা লাগাতার কাজ করছে, তবে স্ক্র্যাব টাইফস এর একটি মাত্র ঘটনা শহরে এবং জেলায় ৫৮টির মতো নজরে এসেছে।"