TRENDING:

Jalpaiguri News: ডেঙ্গির পাশাপাশি জলপাইগুড়িতে চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস

Last Updated:

Jalpaiguri Scrub Typhus: জেলায় ডেঙ্গি আক্রান্তের গ্রাফ নামছে বলে দাবি স্বাস্থ্য দফতরের। ডেঙ্গি সংক্রমণ খানিকটা কমলেও চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুরজিৎ দে, জলপাইগুড়ি : জেলায় ডেঙ্গি আক্রান্তের গ্রাফ নামছে বলে দাবি স্বাস্থ্য দফতরের । ডেঙ্গি সংক্রমণ খানিকটা কমলেও চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস। চলতি বছরে ইতিমধ্যেই স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন জনের । এখনও পর্যন্ত জেলায় স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৫৭ জন। জলপাইগুড়ি শহরের রাজবাড়ি পাড়ার এক বেসরকারি নার্সিংহোমে শহরের এক মহিলার র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় স্ক্রাবটাইফাস ধরা পড়েছে । জেলা স্বাস্থ্য দফতরে অ্যালাইজা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে বলে নার্সিংহোম সূত্রে জানানো হয়েছে। বিকেলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার স্ক্রাবটাইফাস রিপোর্ট পজিটিভ এসেছে।
স্ক্র্যাব টাইফাস আক্রান্ত শহরবাসী
স্ক্র্যাব টাইফাস আক্রান্ত শহরবাসী
advertisement

অন্যদিকে, স্ক্রাব টাইফাস প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, স্ক্রাবটাইফাস এক ধরনের ব্যাকটেরিয়াজনিত রোগ। চিগার বা একধরনের মাইট (ক্ষুদ্র পোকা) র কামড়ে সংক্রমিত হয় এই রোগ। সাধারণত ওই পোকা কামড়ানোর পর চামড়ার উপর গাঢ় লাল কামড়ের চিহ্ন দেখা যায়। জ্বর, মাথা ও গায়ে ব্যথা হয়। বমি বমি ভাব। মানসিক অবসাদ দেখা দেয়। শারীরিক একাধিক অঙ্গ বিকল ও অভ্যন্তরীন রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে।

advertisement

আরও পড়ুন : রশির টানেই বিসর্জন ৪২ ফুট কালীপ্রতিমার, অবাক নিরঞ্জন দেখতে ভক্তের ঢল

চিকিৎসকেরা জানিয়েছেন, এই রোগের একমাত্র চিকিৎসা অ্যান্টি বায়োটিক ওষুধ ও ইঞ্জেকশন। এই রোগ প্রতিরোধের কোনও ভ্যাকসিন এখনও পর্যন্ত নেই ।বেসরকারি নার্সিংহোমের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসক সুমন্ত্র মুখোপাধ্যায় বলেন, "স্ক্রাব টাইফাসে আক্রান্ত মহিলার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে । প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে । জেলা স্বাস্থ্য দফতরে রিপোর্টও পাঠানো হয়েছে।"

advertisement

View More

আরও পড়ুন : দেব দীপাবলিতে প্রদীপের আলোয় আলোকিত হল মহানন্দার তীর

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, ডেঙ্গি পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। স্ক্রাব টাইফাস নিয়েও জেলায় সচেতনতা বাড়াতে প্রচার চালানো হবে। অপরদিকে দিকে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, " ডেঙ্গু নিয়ে পুরসভা লাগাতার কাজ করছে, তবে স্ক্র্যাব টাইফস এর একটি মাত্র ঘটনা শহরে এবং জেলায় ৫৮টির মতো নজরে এসেছে।"

advertisement

বাংলা খবর/ খবর/জলপাইগুড়ি/
Jalpaiguri News: ডেঙ্গির পাশাপাশি জলপাইগুড়িতে চোখ রাঙাচ্ছে স্ক্রাব টাইফাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল